Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গু রোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২২ ১৬:২৯

আতিকুল ইসলাম, ফাইল ছবি

ঢাকা: ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার গুরুত্ব তুলে ধরে এ আহ্বান জানান তিনি।

রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিএএফ শাহীন কলেজের পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ডিএনসিসি মেয়র এ আহ্বান জানান।

আতিকুল ইসলাম আরও বলেন, একটি শহরে পর্যাপ্ত খেলার মাঠ থাকা জরুরি। খেলাধুলার মাধ্যমে শিশু-কিশোরদের সঠিক মেধা বৃদ্ধি পায়।

অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান বলেন, মেধাবী প্রজন্ম তৈরি করতে মানসম্পন্ন শিক্ষার ক্ষেত্রে কোনো প্রকার ছাড় দেওয়া যাবে না।

এ সময় শাহীন স্কুল অ্যান্ড কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা, শিক্ষক-শিক্ষিকারাসহ আমন্ত্রণিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আরএফ/এনএস

মেয়র আতিকুল ইসলাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর