Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতিপক্ষের হামলায় প্রতিবেশী ও সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২২ ১৫:৩৭ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২২ ১৫:৪০

নরসিংদী: নরসিংদীর মাধবদীতে প্রতিপক্ষের হামলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মনির হোসেন (৫০) ও সড়ক দুর্ঘটনায় তাফসির হোসেন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে জেলার পৃথক স্থানে এ ঘটনা দু’টি  ঘটে।

নিহত মনির হোসেন মাধবদীর নোয়াপাড়া এলাকার সিরাজ মোল্লার ছেলে।

পুলিশ জানায়, মাধবদীর নোয়াপাড়ায় প্রতিবেশীর সঙ্গে জমির সীমানা পিলার উঠিয়ে নেওয়া নিয়ে বিরোধ হয় মনির হোসেনের। বিরোধের এক পর্যায়ে প্রতিপক্ষ তাকে পিটিয়ে হত্যা করে।

মনিরের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলেও জানান পুলিশ।

অন্যদিকে, তাফসির হোসেন নামে ওই শিশু পাঁচদোনা ইউনিয়নের নেহাব গ্রামের মঞ্জুর হোসেনের ছেলে।

নিহতদের স্বজনরা জানায়, পাঁচদোনার নেহাব গ্রামে বাড়ির পাশের সড়কে খেলতে গিয়ে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয় তাফসির। উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথেই শিশুটির মৃত্যু হয়।

পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় শিশু তাফসিরের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় পুলিশ।

সারাবাংলা/ইআ

জমি নিয়ে বিরোধ টপ নিউজ সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর