Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কামরাঙ্গীরচরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২২ ১৫:১২

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচর ঝাউলাহাটি এলাকায় একটি বাসায় মনি আক্তার (৩০) নামে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

রোববার (২৫ ডিসেম্বর) ১টার দিকে স্বাজনরা অচেতন অবস্থায় মনিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মনিকে হাসপাতালে নিয়ে যান তার ননদ সিমা আক্তার। তিনি বলেন, তার ভাবি মনি আক্তারের বাবার বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জে। ঝাউলাহাটি চৌরাস্তায় স্বামী আল-আমিনের নিজের বাড়িতে থাকতেন মনি। আল-আমিন নিউমার্কেটে একটি দোকানে চাকরি করেন।

তিনি বলেন, ‘গতকাল স্বামীর সঙ্গে রূপগঞ্জে বাবার বাড়ি থেকে বেড়ানো শেষ করে কামরাঙ্গীরচরের বাসায় ফিরেন মনি। তারপর থেকেই মন খারাপ ছিল মনির। আজ সকালে আল-আমিন বাসা থেকে দোকানে কাজে চলে যান। এরপর একমাত্র মেয়েকে নিয়ে মনি এলাকার ওষুধের দোকান থেকে ওষুধ ক্রয় করে সেবন করেন। কিছুক্ষণ পরে অস্বাভাবিক আচরণ এবং বমি করছিলেন তিনি।’

সিমা আরও বলেন, ‘ওই সময় জিজ্ঞাস করলে কৃমিনাশক ওষুধ খাওয়ার কথা বলেন মনি। অবস্থা খারাপ দেখে মনিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ জানান, অচেতন অবস্থায় এক নারীকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় ওই নারীর মুখ দিয়ে ফেনা হচ্ছিল। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এনএস

কামরাঙ্গীরচর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর