জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
২৫ ডিসেম্বর ২০২২ ০০:২০
জয়পুরহাট: জেলার পৌর শহরের ভটভটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলিফ হোসেন (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে।
শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে জয়পুরহাট পৌর শহরের গুলশান মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আলিফ জয়পুরহাট পৌর শহরের শান্তি নগর মহল্লার আল-আমীন হোসেনের ছেলে। তিনি জয়পুরহাটের মঙ্গলবাড়ী এম এম ডিগ্রি কলেজে এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।
ওসি সিরাজুল ইসলাম জানান, আলিফ বাড়ি থেকে মোটরসাইকেলে খনজনপুর এলাকার দিকে যাচ্ছিলেন। পথে জয়পুরহাট-মঙ্গলবাড়ী সড়কের গুলশান মোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আলিফ মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।
সারাবাংলা/পিটিএম