Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদ্যুতের তারে জড়িয়ে মা-মেয়ের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২২ ২১:৩২

খাগড়াছড়ি:  বাড়ির পাশে গরু আনতে গিয়ে বৈদ্যুতিক খুঁটির তারে জড়িয়ে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গচ্ছাবিলের শাহানগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহনূর আলম জানান, কুলছুমা বেগম (৩২) ও মেয়ে ইশরাত জাহান কলি (৮) বাড়ির পাশে জমি থেকে গরু আনতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের খুঁটির তারে জড়িয়ে পড়ে। এতে দুইজনই মারা যান।

মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে ওসি জানান।

সারাবাংলা/একে

বিদ্যুৎস্পৃষ্ট মানিকছড়ি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর