Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় জেলা বিএনপির সদস্য সচিবসহ আটক ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২২ ১৯:৫৮

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় গণমিছিলের প্রস্তুতির সময় জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফসহ ৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ৩ টার দিকে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের পাশ থেকে তাদের আটক করা হয়। এতে পণ্ড হয়ে যায় বিএনপির কর্মসূচি।

আটকেরা হলেন জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ, সদস্য আবু বক্কর সিদ্দিক আবু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, বিএনপি নেতা আবু হানিফ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রাজীব খাঁন, পৌর ছাত্রদলের সভাপতি কৌশিক আহমেদ রানা, ইমরান ও ছাত্রদল নেতা আরমান খান।

বিজ্ঞাপন

বেগম খালেদা জিয়াসহ দলের গ্রেফতার হওয়া নেতাদের মুক্তিসহ ১০ দফা দাবিতে চুয়াডাঙ্গায় বিএনপি গণমিছিলের প্রস্তুতি নিতে চুয়াডাঙ্গা প্রেসক্লাব এলাকায় জড়ো হচ্ছিলেন নেতাকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে তর্ক-বিতর্ক শুরু হয় বিএনপি নেতাদের। সেখান থেকে আটক করা হয় আটজনকে।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন জানান, বিএনপির মিছিল থেকে হামলা, ভাঙচুর ও পরিস্থিতি অশান্ত করার পরিকল্পনার তথ্য ছিল। তবে আটকদের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

সারাবাংলা/একে

গণমিছিল চুয়াডাঙ্গা বিএনপি

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর