Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোলে সীমান্ত থেকে ২ কেজি সোনাসহ আটক ২

লোকাল করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২২ ১৯:৪৯

বেনাপোল (যশোর): ভারতে পাচারের সময় বেনাপোল পুটখালি সীমান্তে পৃথক অভিযানে মোটরসাইকেলের মধ্যে থেকে ১৭টি সোনার বারসহ দুই জনকে আটক করেছে বিজিবি সদস্যরা। এ সময় আরও দুই আসামি কৌশলে পালিয়ে যায়। সোনার বারগুলোর ওজন ১ কেজি ৯৮৩ গ্রাম, যার বাজার মূল্য ১ কোটি ৫০ লাখ টাকার বেশি।

শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি গ্রামের মৃত আজিজুরের ছেলে হাফিজুর রহমান ( ৩৪) ও একই এলাকার আব্দুল করিমের ছেলে মেহেদী হাসান (২১)।

বিজ্ঞাপন

আর পলাতকরা হলেন— পুটখালি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে আব্দুল মান্নান (৩২) ও একই এলাকার জহির উদ্দীনের ছেলে নাঈম উদ্দীন (২৮)।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পুটখালি সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমাণ সোনার একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাবে। এরপর ওই এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই মোটরসাইকেল আরোহীকে গতিরোধ করতে বলা হয়। এসময় তারা মোটরসাইকেল গতিরোধ না করে পালিয়ে যায়। এ সময় ধাওয়া করলে তাদের কাছে থাকা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়।

তিনি আরও জানান, সেই ব্যাগের মধ্যে থেকে ১৫টি সোনার বার উদ্ধার করা হয়। এর কিছু সময় পর একই দলের সন্দেহভাজন আরও দুই মোটরসাইকেল আরোহীকে গতিরোধ করা হয়। এ সময় তাদের মোটরসাইকেল থেকে দুটি সোনার বার উদ্ধার করা হয়। তাদের আটক করা হয়।

তানভীর রহমান আরও জানান, উদ্ধারকৃত ১৭টি সোনার বার ও মোটরসাইকেলের বাজার মূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ ৭৭ হাজার টাকা। আটককৃতদের বিরুদ্ধে সোনা চোরাচালান আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে। এছাড়া পলাতকদের বিরুদ্ধে মামলা দেওয়া হবে এবং তাদের আটকের চেষ্টা চালানো হচ্ছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

বেনাপোল যশোর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর