Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডুফার সভাপতি টিটু, সাধারণ সম্পাদক সুজন

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২২ ১৯:০৪ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২২ ১৯:৫৪

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫-৯৬ ব্যাচের রেজিস্টার্ড বন্ধু সংগঠন— ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্সের (ডুফা) নির্বাচনের ফল ঘোষণা হয়েছে শনিবার (২৪ ডিসেম্বর)। জাহিদ কবির টিটু সভাপতি এবং সুজন মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

ডুফার তরফ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবার মোট ভোট পড়েছে ৬০১টি। সভাপতি পদে জাহিদ কবির টিটু ১৯৯টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে অন্য প্রতিদ্বন্দীরা ছিলেন গোলাম সারওয়ার হিমন, তানজিয়া আহমেদ কুইন এবং আবদুল্যাহ আল মামুন।

বিজ্ঞাপন

সাধারণ সম্পাদক পদে সুজন মাহমুদ ৩৩৩টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে অন্য প্রার্থী ছিলেন নাহিদ হোসাইন।

ডুফার নতুন কমিটির সদস্য প্রতিনিধি নির্বাচিত হয়েছেন ১৫ জন। নতুন কমিটির সদস্য প্রতিনিধিরা হলেন, মিরাজ মিঠু, হামিদুল ইসলাম, ঊর্মি ফারুকী, রফিক উল্লাহ রোমেল, ইয়াসমিন ইভা, কামরুল হাসান, মো. আজহার, বাকী বিল্লাহ, ফারহানা কাকন, গাজী ফরিদ আহমেদ, মাজহার মুরাদ, মুজাহিদ মাসুম, মো. শাহ আলম, মো. আনোয়ার হোসেন, ফখরুদ্দিন চিশতি।

আগামী শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের অধ্যাপক মোজাফফর আহমদ অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে বিদায়ী কমিটি নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে।

সারাবাংলা/আইই

ডুফা

বিজ্ঞাপন

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর