Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণতন্ত্রের বিজয় না নিয়ে মানুষ ঘরে ফিরবে না : আমির খসরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২২ ১৮:০৪

বরিশাল: বেগম খালেদা জিয়াসহ দলের গ্রেফতার হওয়া নেতাদের মুক্তিসহ ১০ দফা দাবিতে বরিশালে গণমিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা।

শনিবার (২৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় নগরীর অশ্বিনী কুমার হল সংলগ্ন বিএনপি কার্যালয় চত্বর থেকে গণমিছিল শুরু হয়। আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে গণমিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে, সকাল থেকে গণমিছিল সফল করার লক্ষ্যে বরিশাল মহানগরী, জেলা, উপজেলা থেকে মিছিল সহকারে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয় নেতাকর্মীরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে সদর রোডে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়।

গণমিছিল শুরুর আগে সংক্ষিপ্ত বক্তৃতায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘মানুষ ঘরের বাইরে বের হয়ে গেছে। হত্যা করে, ভয়ভীতি দেখিয়ে, মিথ্যা মামলা ও গণগ্রেফতার করে মানুষকে ঘরে ফিরিয়ে নেওয়া যাবে না। গণতন্ত্রের বিজয় না নিয়ে মানুষ আর ঘরে ফিরবে না। আগামী নির্বাচনে ভোট চোরদের হাতেনাতে ধরা হবে। জীবন দিয়ে হলেও জনগণ ভোটাধিকার রক্ষা করবে। দেশরক্ষার জন্য আমরা যুগপৎ আন্দোলন করতে ঐকমত্য হয়েছি।’

তিনি আরও বলেন, ‘দেশের মানুষ চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তারা আন্দোলন করেই ভোটাধিকার, আইনের শাসন, বাক স্বাধীনতা, জীবনের নিরাপত্তা ও গণতন্ত্র ফিরিয়ে আনবেন। দেশের ইতিহাস বলে- মানুষ এ পর্যন্ত যে সিদ্ধান্ত নিয়েছে শেষ পর্যন্ত সেটা বাস্তবায়ন করে বিজয়ী হয়ে ঘরে ফিরেছে। এবারও দেশরক্ষা ও গণমুক্তির আন্দোলনে জনতার বিজয় হবে।’

বর্তমান সরকারের প্রতি ইঙ্গিত করে সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘তারা ভয়ভীতি সৃষ্টি করে দখল চালিয়ে যাবে। বাংলাদেশের মানুষ ভয়কে জয় করে ফেলেছে। এখন তারা রাস্তায় নেমেছে, এই ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য। আমাদের জয় সুনিশ্চিত। কোনো শক্তি, কোনো গুম, খুন ও নির্বিচারে হত্যা এই জনগণকে থামাতে পারবে না।’

বিজ্ঞাপন

গণমিছিল পূর্ব সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন বরিশাল মহানগর বিএনপির সভাপতি মনিরুজ্জামান ফারুক। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মিডিয়া সেল প্রধান জহির উদ্দিন স্বপন, বিএনপি নেতা এবায়দুল হক চান, মেজবাউদ্দিন ফরহাদ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মীর জাহিদুল কবির প্রমুখ।

সারাবাংলা/একে

আওয়ামী লীগ সরকার আমির খসরু গণতন্ত্র বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর