Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ম বারের মতো শেখ হাসিনা, কাদেরের হ্যাটট্রিক

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২২ ১৭:১৮ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২২ ২০:০১

ঢাকা: টানা দশমবারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা। এ ছাড়া তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন ওবায়দুল কাদের।

শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট চত্বরে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটি আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। এ সময় শেখ হাসিনা ও ওবায়দুল কাদের ছাড়া কাউন্সিলররা বিকল্প কোনো নাম প্রস্তাব করেননি। ফলে আওয়ামী লীগে সভাপতি ও সাধারণ সম্পাদক এককভাবে নির্বাচিত হন।

বিজ্ঞাপন

আওয়ামী লীগের সভাপতি পদে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন কাউন্সিলর আমির হোসেন আমু। তাতে সমর্থন করেন মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। এ সময় নির্বাচন পরিচালনা কমিটি বিকল্প নাম আহ্বান করলে কাউন্সিলররা সমস্বরে ‘না’ উচ্চারণ করেন। ফলে টানা দশমবারের মতো আওয়ামী লীগ সভাপতি পদে নির্বাচিত হন শেখ হাসিনা।

এরপর সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন কাউন্সিলর সাধন চন্দ্র মজুমদার। নাম প্রস্তাবে সমর্থন করেন কাউন্সিলর পনিরুজ্জামান তরুণ। নির্বাচন কমিশন বিকল্প নাম আহ্বান করলে কাউন্সিলরদের পক্ষ থেকে বিকল্প কোনো নাম প্রস্তাব আসেনি।

এর আগে, শনিবার সকালে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন শুরু হয়। সকাল সাড়ে ১০টায় জাতীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে আওয়ামী সম্মেলনের উদ্বোধন করেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্মেলনের প্রথম অধিবেশনে প্রায় সাত হাজার কাউন্সিলরসহ ২৫ হাজার ডেলিগেট অংশ নেন। এছাড়াও বিভিন্ন দেশের কূটনীতিক, আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও যোগ দেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০১৯ সালের ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সেবার টানা নবমবারের মতো শেখ হাসিনা সভাপতি আর দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হন ওবায়দুল কাদের।

সারাবাংলা/এনআর/একে

আওয়ামী লীগ ওবায়দুল কাদের শেখ হাসিনা

বিজ্ঞাপন

এক বছর পর ভারত দলে ফিরলেন শামি
১১ জানুয়ারি ২০২৫ ২২:৩৮

আরো

সম্পর্কিত খবর