Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শনিবার মফস্বলে ভাঙচুরের পরিকল্পনা বিএনপির: ওবায়দুল কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২২ ২৩:৫৪

ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের দিন মফস্বলে বিএনপির ভাঙচুর-অগ্নিসংযোগের পরিকল্পনা রয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তাই সারাদেশে নেতাকর্মীদের সতর্ক থাকার বার্তা দিয়েছেন তিনি।

শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকালে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনস্থল সোহরাওয়ার্দী উদ্যানে সর্বশেষ পরিস্থিতি পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এমন অভিযোগ করেন।

বিজ্ঞাপন

শনিবার রাজধানীসহ সারা দেশে গণমিছিল করার কথা ছিল বিএনপির। পরে সে ঢাকার কর্মসূচি বাতিল করে দেশব্যাপী কর্মসূচী পালনের ঘোষণা দেয় টানা ক্ষমতার বাইরে থাকা বিএনপি।
এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সাম্প্রদায়িক শক্তিকে নিয়ে আজকে বিএনপি জোটের নেতৃত্ব দিচ্ছে, ১০ তারিখে তারা ফেল করেছে। তারা মাথা নত করবে না। তারা মরিয়া হয়ে নেমেছে। কারণ, তারা জানে নির্বাচনে শেখ হাসিনাকে হারানো সহজ নয়। কাজেই তারা এখন আন্দোলন, জ্বালাও-পোড়াও সন্ত্রাস এসব অপকর্ম করে সরকার হটানোর পাঁয়তারা করছে।’

তিনি আরও বলেন, ‘আমরা শুনতে পাচ্ছি আগামীকাল ঢাকায় আমাদের সম্মেলন, তারা তাদের কর্মসূচি পিছিয়েছে, কিন্তু আগামীকাল সারা বাংলাদেশে তাদের কিন্তু প্রোগ্রাম আছে এবং এই প্রোগ্রাম উপলক্ষে অগণতান্ত্রিক, অসাংবিধানিক পথে সভা-সমাবেশ ও বিক্ষোভ মিছিল করতে চায়। গাড়ি ভাঙচুর, গাড়ি পোড়াতে শুরু করেছে। মফস্বলে ভাঙচুর-অগ্নিসংযোগ তাদের এ ধরনের প্রোগ্রাম রয়েছে।’

তাই সারাদেশের তৃণমূলের দলের নেতাকর্মীদের ঢাকায় আসতে নিষেধ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের জাতীয় সম্মেলন হবে। বিপুল সংখ্যক নেতাকর্মী এখানে আসবেন। কিন্তু তাই বলে আওয়ামী লীগ তার এলাকা খালি করে আসবে না। আমাদের লোকজন প্রস্তুত থাকবে। আমি আবারও বলছি, ঢাকার বাইরে যারা থাকবেন সম্মেলনে তো সবাই আসবেন না। যারা থাকবে ১০ ডিসেম্বরের মতো সতর্ক পাহারায় থাকবে। সারা বাংলাদেশের সব জেলা, উপজেলা, ইউনিয়নে সর্বত্র সতর্ক পাহারা রাখতে হবে।’

বিজ্ঞাপন

কাদের বলেন, ‘এই শূন্যতা মনে করে এরা আঘাত হানতে পারে। কাজেই কোথাও শূন্য থাকবে না। আমাদের যারা এলাকায় থাকবেন, তারা প্রস্তুত হয়ে থাকবেন। সতর্ক পাহারায় থাকবেন। এটা আমি আজকে এই শৃঙ্খলা সমাবেশ থেকে এই বার্তাটা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য মিডিয়াকে অনুরোধ করছি।’

এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনআর/একে

আওয়ামী লীগ ওবায়দুল কাদের টপ নিউজ ভাঙচুর মফস্বল

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

আরো

সম্পর্কিত খবর