পৃথিবীর সব পুরস্কার, সব পদকই রাজনৈতিক: ড. গিয়াস শামীম
২৩ ডিসেম্বর ২০২২ ২১:৫২ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ ২৩:৩৯
ঢাকা: সাহিত্য পুরস্কারের প্রচলিত সংস্কৃতি সম্পর্কে বলতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. গিয়াস শামীম বলেছেন, পৃথবীতে সব পুরস্কার, সব পদকই রাজনৈতিক। নোবেল পুরস্কার এটি সম্মানজনক ও গৌরবের পুরস্কার। কিন্তু এটিও রাজনৈতিক চিন্তাপ্রসূত।
বৃহস্পতিবার রাজধানীর কাঁটাবনে কবিতা ক্যাফে’তে চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার-২০২২ প্রদান অনুষ্ঠানে ড. গিয়াস শামীম তার বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশের প্রথিতযশা এই সাহিত্য গবেষক ও প্রাবন্ধিক।
চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার বিষয়ে তিনি বলেন, ‘চিন্তাসূত্র যে কাজটি হাতে নিয়েছে তাতে আমি অত্যন্ত আশাবাদী। আপনারা এই কাজটি চালিয়ে যাবেন।’
পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারাও লেখালেখির কাজ অন্তর্গরজেই করবেন। কারও তোয়াজ-তোষামোদি করার জন্য লিখবেন না- সেখানেই আপনাদের স্বস্তি।’
ড. গিয়াস শামীম আরও বলেন, ‘মানুষ দুইভাবে তার উত্তরাধিকার নির্ধারণ করে। একটি হলো মনুষ্যপ্রজাতির উত্তরাধিকার, আরেকটি হলো শিল্পের উত্তরাধিকার। আপনি যা লিখছেন তা যদি একজন পাঠকও পড়েন এবং তাতে যদি পাঠকের মনে আনন্দ জাগে, সেই লেখার মধ্যে আনন্দের সন্ধান পায়; বাঁচার উপাদান পায় তাহলে লেখক হিসেবে আপনি সার্থক। সেখানেই লেখক হিসেবে আপনার সার্থকতা।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক আরও বলেন, ‘পুরস্কার যেমন স্বীকৃতি তেমন দায়িত্ব পালনও। যারা পুরস্কার পেয়েছেন তারা থেমে যাবেন না। আপনাকে প্রতিনিয়ত প্রমাণ করতে হবে যে আপনি পুরস্কার পাওয়ার যোগ্য ছিলেন। আপনাকে সেই দায়িত্ব পালন করে যেতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কবি ও প্রাবন্ধিক মজিদ মাহমুদ, কবি আমিনুল ইসলাম ও কথাসাহিত্যিক ড. হাসান অরিন্দম।
কবি মজিদ মাহমুদ বলেন, ‘পুরস্কারের যে জটিল রাজনীতি, তা থেকে মনে করি চিন্তাসূত্র ভালো। এই পুরস্কারের মাধ্যমে চিন্তাসূত্র লেখকদের স্বীকৃতির জায়গায় এনেছে। এটি ভালো দিক। আমরা সাহিত্য নিয়ে মোটেই হতাশ নই।’
কবি আমিনুল ইসলাম বলেন, ‘যারা পুরস্কার পেয়েছেন তাদের শুভকামনা জানাই। চিন্তাসূত্রে আমি যতগুলো কবিতা, যতগুলো প্রবন্ধ লিখেছি তা অন্য কোথাও লিখিনি। চিন্তাসূত্রের প্রতি আমার ভালোবাসা আছে, পাশাপাশি দায়বদ্ধতাও আছে। যারা পুরস্কার পেয়েছেন তাদের অভিনন্দন জানাই।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ড. হাসান অরিন্দম বলেন, ‘যারা পুরস্কার পেয়েছেন তাদের লেখালেখির সঙ্গে আমি আগেই পরিচিত। তাদের বইগুলো নানা মাধ্যম থেকে পড়ার চেষ্টা করেছি। তারা আসলেই খুব ভালো লেখেন। চিন্তাসূত্রের এই সিলেকশন আমাকে আশাবাদী করেছে। এতেই প্রমাণিত হয় সব জায়গায় অন্ধকার নেই, আলো আছে। আমি বিশ্বাস করি চিন্তাসূত্র সাহিত্য পুরস্কারের মাধ্যমে লেখকরা অনপ্রাণিত হবেন।’
এবার চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার-২০২২ পেয়েছেন প্রবন্ধে গাউসুর রহমান, কথাসাহিত্যে সাদিয়া সুলতানা, কবিতায় সেলিনা শেলী, সংগঠনে জয়দুল হোসেন, তরুণ ক্যাটাগরিতে শিশু সাহিত্যে তৌহিদ এলাহী, কবিতায় শাহীন সপ্তম।
শারীরিক অসুস্থতার কারণে গাউসুর রহমান ও জয়দুল হোসেন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
অনুষ্ঠানে গাউসুর রহমানের পক্ষে কথাশিল্পী নাহিদা আশরাফী এবং জয়দুল হোসেনের পক্ষে কথাশিল্পী হেলাল উদ্দিন হৃদয় ও কবি শরাফত হোসেন পুরস্কার গ্রহণ করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি ও সংস্কৃতিকর্মী প্রতীক মাহমুদ। শুভেচ্ছা বক্তব্য দেন চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার-২০২২ এর আহ্বায়ক কবীর আলমগীর।
উল্লেখ্য, ২০২১ থেকে চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার দিয়ে আসছে। প্রথমবার ৩ শাখায় পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কারপ্রাপ্তরা হলেন প্রবন্ধে অনীক মাহমুদ, কবিতায় মাহমুদ কামাল ও কথাসাহিত্যে রুমা মোদক।
সারাবাংলা/একে