Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সদিচ্ছার অভাবে পার্বত্য চুক্তি ঝুলে আছে: সন্তু লারমা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২২ ১৮:০০ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ ১৯:৪১

সন্তু লারমা

রাঙ্গামাটি: সরকারের আন্তরিকতা ও সদিচ্ছার অভাবে পাবর্ত্য চট্টগ্রাম চুক্তি অবাস্তবায়িত অবস্থায় ঝুলে আছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা।

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৫তম বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে প্রবন্ধ প্রতিযোগিতার আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেছেন।

বিজ্ঞাপন

সন্তু লারমা বলেন, চুক্তির ২৫ বছর অতিক্রম হতে চলেছে। কিন্তু পাহাড়ে এখনও বিদ্যমান অনেক সমস্যা রয়ে গেছে। পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ার কারণে পাহাড়ের মানুষ এখনও অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। কাজেই আমাদের পূর্ণাঙ্গ চুক্তির বাস্তবায়নের লক্ষ্যে সকলকে বেগবান হতে হবে, আরও কঠোর লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে।’

এদিন সকালে রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা।

পাহাড়ী ছাত্র পরিষদ জেলা শাখার সহ-সভাপতি জিকো চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান, শিক্ষাবিদ শিশির চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি সুমন মারমা, হিল উইমেন্স ফেডারেশন জেলা সাধারণ সম্পাদক শান্তিদেবী তঞ্চঙ্গ্যাসহ আরও অনেকেই।

সারাবাংলা/এনএস

জনসংহতি সমিতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় সন্তু লারমা পাবর্ত্য চট্টগ্রাম চুক্তি সন্তু লারমা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর