নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২২ ১৫:৩৩
২৩ ডিসেম্বর ২০২২ ১৫:৩৩
নওগাঁ: নওগাঁ-রাজশাহী সড়কের হাপানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহতদের বাড়ি নওগাঁ সদর উপজেলার উল্লাসপুর গ্রামের বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল জানান, দুপুরে নওহাটা মোড় থেকে মোটরসাইকেলযোগে নওগাঁ সদরের আসছিলেন দুই যুবক। পথে হাপানিয়া এলাকায় একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে দুইজনের মৃত্যু হয়।
ওসি আরও জানান, নিহতদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা এখনও পাওয়া যায়নি।
সারাবাংলা/এমও