Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২২ ১৫:০৯

ঝালকাঠি: কাঁঠালিয়া উপজেলায় হৃদয় খান (২২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে পুলিশ। শুত্রুবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার আনইলবুনিয়া গ্রামের একটি কমলা গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হৃদয় খান ওই গ্রামের মো. আব্দুল কুদ্দুস খানের ছেলে। সে স্থানীয় তফাজ্জেল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, সকালে বাড়ির সামনের একটি কমলা গাছে ছেলে হৃদয় খানের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার বাবা কুদ্দুস খান। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে নিয়ে যায়। তবে এখন পর্যন্ত মৃত্যুর কারণ জানা জায়নি।

কাঠালিয়া থানার উপপরিদর্শক এসআই মো. কাইয়ুম বাহাদুর জানান, এ ঘটনায় কাঁঠালিয়া থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

সারাবাংলা/এমও

এইচএসসি পরীক্ষার্থী ঝুলন্ত মরদেহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর