দায়িত্ব বদলালেও দলেই থাকবো: ওবায়দুল কাদের
২৩ ডিসেম্বর ২০২২ ১২:৪১ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ ১৫:৩৩
ঢাকা: আই অ্যাম নট এ পারফেক্ট লিডার এবং আমিও মনে করি ভুলত্রুটিও আছে, সাফল্যও আছে নিজের ব্যাপারে মূল্যায়ন করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘কাজেই ব্যর্থতা থেকে শিক্ষাও নেবো। যেখানে ভুল আছে, যেখানে পিছিয়ে আছি— সংশোধনের জন্য আমরা সম্মিলিতভাবে আগামী দিনে চেষ্টা করবো। কে কোন দায়িত্বে থাকল এটা কোন ব্যাপার না। দায়িত্ব বদলালেও আমরা তো এই দলেই আছি। দলেই থাকবো। দলের কাজ করবো।’
শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে দলের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আগামীকাল শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে টানা মেয়াদে ক্ষমতাসীন দলটির জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় অধিবেশনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এর আগে সংবাদ সম্মেলনে জাতীয় সম্মেলনের সার্বিক বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন।
আপনি দুই বার সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন, আপনি নিজের মূল্যায়ন কিভাবে দেখেন তার জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘দেখুন কাজ করতে গেলে…? ভুলক্রটি তো থাকবেই। সাফল্য আছে। তবে প্যান্ডামিকের জন্য আমরা একটা বছর কাজ করতে পারিনি। এর ভিতরেও আমাদের সহকর্মীরা অনেক সহযোগিতা করেছেন। অনেক কাজ করেছেন। মহমারিতে আমাদের সহযোগী সংগঠন, ঢাকা মহানগর আওয়ামী লীগ যথেষ্ট সহযোগিতা করেছেন।’
তিনি আরও বলেন, ‘আমরা ইনঅ্যাকটিভ ছিলাম না কিন্তু সাংগঠনিক কিছু কার্যক্রম তখন আমাদের স্থগিত রাখতে হয়েছে। আমি মনে করি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন আমাদের সবচেয়ে বড় সাফল্য।’
এবারই অনেকদিন পর উপজেলা এবং তৃণমূল পর্যায়ে সম্মেলন বেশি অনুষ্ঠিত হয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত যে নেতারা আছেন এ ব্যাপারে তাদের অবদান যথেষ্ট এবং তারা দায়িত্ব পালন করছেন বলেই এটা সম্ভব হয়েছে।’
ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ গত ১৪ বছর ধরে একাধারে রুলিং পার্টি। রুলিং পার্টিতে কিছু সমস্যা থাকবে। যেমন আজ যিনি আছেন, তিনি আবারও থাকতে চাইবেন। আবার নতুন কারও আকাঙ্ক্ষা থাকতে পারে? এখানেই এই দুই আকাঙ্ক্ষার মধ্যে একটা কনফ্লিট অনেক সময় হয়। সেটাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে প্রতিক্রিয়া থাকে। এই বিষয়গুলো পৃথিবীর সব দেশেই আছে, আমাদের এখানেও আছে। কিছু কিছু জায়গায় সামাল দিতে অনেক কষ্ট হয়। আমাদের নেত্রীরও হস্তক্ষেপ করতে হয়েছে। এসব আছে কিছু, বড় দল, ছোটখাট কিছু সমস্যা তো থাকবেই।’
আমাদের যারা আপিল করেছে ক্ষমা চেয়েছেন নেত্রী সম্মেলনকে সামনে রেখে তাদের ক্ষমা করেছেন। অন্যান্য যারা আবেদন করবেন ফেইস টু ফেইস সেগুলোও পরীক্ষা-নিরীক্ষা করে অবশ্যই নেত্রী পদক্ষেপ নেবেন। নেত্রী নিজেই এ বিষয়টি দেখছেন বলেও জানান টানা দুই বারের এই সাধারণ সম্পাদক।
এসময় উপস্থিত ছিলেন- দলের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এসএম কামাল হোসেন, সফিউল আলম চৌধুরী নাদেল, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপদফতর সম্পাদক সায়েম খান, কার্যনিবাহী সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিনসহ অনেকে।
সারাবাংলা/এনআর/এমও