গাইবান্ধায় ২ ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত
২৩ ডিসেম্বর ২০২২ ১১:৪৭
গাইবান্ধা: গোবিন্দগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে ইয়ার আলী (৩০) নামে এক হেলপার নিহত হয়েছেন। শুক্রবার (২৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর ভায়া ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের মৌসুমী পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক হেলপার ইয়ার আলী টাঙ্গাইলের কালিহাতি উপজেলার কদমতলা গ্রামের নিহত জামাল উদ্দীনের ছেলে।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৌসুমী পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে দিনাজপুর থেকে আসা আলুবাহী অপর একটি ট্রাক ধাক্কা দেয়। এতে আলুবাহী ট্রাকের হেলপার ইয়ার উদ্দীন ঘটনাস্থলেই মারা যান।
গোবিন্দগগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম দুর্ঘটনায় একজনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সারাবাংলা/এমও