Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটিতে কিশোরীকে অপহরণের পর ধর্ষণ, যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২২ ০০:০০

রাঙ্গামাটি: রাঙ্গামাটির লংগদু উপজেলায় এক কিশোরীকে (১২) অপহরণের পর ধর্ষণের অভিযোগে নাজমুল হোসেন রানা (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দিনভর গুলশাখালী ইউনিয়নের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে জামবাগান এলাকা থেকে সন্ধ্যায় পুলিশ নাজমুলকে গ্রেফতার করে। নাজমুল উপজেলার গুলশাখালী ইউনিয়নের রাজনগর এলাকার বাসিন্দা।

লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল বুধবার সন্ধ্যায় গুলশাখালী ইউনিয়ন থেকে ভিকটিম কিশোরীকে অপহরণ করা হয়। এর পর বৃহস্পতিবার সকালে তাকে আমবাগান এলাকা থেকে উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে সারাদিন বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সন্ধ্যায় ওই ইউনিয়নের জামবাগান থেকে অভিযুক্ত নাজমুলকে গ্রেফতার করা হয়।

ভিকটিমের পিতা বাদী হয়ে লংগদু থানায় মামলা দায়ের করেছেন বলেও জানান ওসি।

সারাবাংলা/পিটিএম

কিশোরী অপহরণ রাঙ্গামাটি

বিজ্ঞাপন

টানা সাতে জয়ে দুর্বার মোহামেডান
১০ জানুয়ারি ২০২৫ ১৮:৪৫

বাধ্য হয়ে জোভান-তটিনীর বিয়ে!
১০ জানুয়ারি ২০২৫ ১৮:১৯

আরো

সম্পর্কিত খবর