Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মুদি দোকানি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২২ ২৩:৩৭

যশোর: যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক মুদি দোকানি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে শহরের খড়কি ধোপাপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতের নাম এরফান হোসেন (২৮)। তিনি ধোপাপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। তবে হামলার কারণ জানাতে পারেনি পুলিশ।

খড়কি দক্ষিণপাড়ায় এরফান হোসেনের মুদি দোকান রয়েছে বলে তার মামাতো ভাই সোবহান জানান।

প্রত্যক্ষদর্শী চায়ের দোকানদার আবদুল আজিজ বলেন, ‘বিকেলে এরফান কবরস্থানের পাশে দাঁড়িয়েছিলেন। এ সময় পাঁচজন দুর্বৃত্ত তার বুকে ছুরি মেরে কবরস্থানের পাশের রাস্তার দিয়ে দৌড়ে পালিয়ে যায়। কিন্তু তাদের চিনতে পারিনি। পরে এরফানকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতে ঘোষণা করেন।’

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘কী কারণে কারা তাকে হত্যা করেছে এই মুহূর্তে বলা যাচ্ছে না। পুলিশ জড়িতদের আটক ও হত্যার কারণ উদ্ঘাটনের চেষ্টা চালাচ্ছে।’

সারাবাংলা/পিটিএম

খুন ছুরিকাঘাত মুদি দোকানি