Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এডিপির বাস্তবায়ন বাড়ছে

স্টাফ করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২২ ২২:২৭

ঢাকা: দেশের অর্থনৈতিক সংকটের সময়েও চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) বাস্তবায়ন কিছুটা বেড়েছে। এসময়ে বাস্তবায়ন হার দাঁড়িয়েছে ১৮ দশমিক ৪১ শতাংশে। গত অক্টোবরে এ হার গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন থাকলেও নভেম্বরে তা বেড়েছে। এ সময়ে মন্ত্রণালয় ও বিভাগগুলো খরচ করেছে ৪৭ হাজার ১২২ কোটি টাকা। এ বছর এডিপিতে বরাদ্দ ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ণ বিভাগের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

বিজ্ঞাপন

সূত্র জানায়, শুধু নভেম্বরের হিসেবেও বাস্তবায়নের হার বেড়েছে। চলতি অর্থবছরের নভেম্বরে ব্যয় হয়েছে ১৪ হাজার ৭৬৩ কোটি ৬০ লাখ টাকা। বাস্তবায়ন হার দাঁড়িয়েছে ৫ দশমিক ৭৭ শতাংশ। গত অর্থবছরের শুধুমাত্র নভেম্বরে ব্যয় হয়েছিল ১৩ হাজার ১৪২ কোটি ১৩ লাখ টাকা। বাস্তবায়ন হার ছিল ৫ দশমিক ৫৫ শতাংশ।

প্রতিবেদনে দেখা যায়, গত পাঁচ মাসে ব্যয়ের শীর্ষে রয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ। এ বিভাগের পাঁচ প্রকল্পের জন্য ১৮ কোটি ৬৮ লাখ টাকা বরাদ্দ রয়েছে। ইতোমধ্যে তারা ১১ কোটি ৩৪ লাখ টাকা খরচ করেছে। দ্বিতীয় সর্বোচ্চ ব্যয় করেছে ধর্ম মন্ত্রণালয়, এ প্রতিষ্ঠানের ১০ প্রকল্পের অধীনে বরাদ্দ ১ হাজার ৮৯৩ কোটি ২৯ লাখ টাকা। প্রতিষ্ঠানটি খরচ করেছে ৮০১ কোটি ৭২ লাখ টাকা, যা মোট বরাদ্দের ৪২ দশমিক ৩৫ শতাংশ।

এদিকে সব মন্ত্রণালয় তাদের বরাদ্দের অর্থ খরচ শুরু করলেও এক টাকাও খরচ করতে পারেনি পররাষ্ট্র মন্ত্রণালয়। এ মন্ত্রণালয়ের সাত প্রকল্পের জন্য বরাদ্দ আছে ১০১ কোটি ৪১ লাখ টাকা। কিন্তু অর্থবছরের পাঁচ মাস পেরিয়ে গেলেও এক টাকাও খরচ করতে পারেনি এ মন্ত্রণালয়। তবে এর কারণ হিসেবে জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকল্পগুলোর বেশিভাগই দেশের বাইরে হওয়ায় এ অর্থ খরচে সতর্কতা অবলম্বন করা হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জন্য বরাদ্দকৃত ৩৬৩ কোটি টাকার মধ্যে বাস্তবায়ন হয়েছে মাত্র ১ কোটি ৯৪ লাখ টাকা। অর্থাৎ মোট বরাদ্দের দশমিক ৫৩ শতাংশ খরচ করতে পেরেছে এ বিভাগ। জননিরাপত্তা বিভাগের ১৮টি প্রকল্পের জন্য বরাদ্দ ১ হাজার ৪৮৩ কোটি টাকা। কিন্তু অর্থবছরের পাঁচ মাস চলে গেলেও এ বিভাগের খরচ হয়েছে মাত্র ৪৪ কোটি ৩১ লাখ টাকা, অর্থাৎ মোট বরাদ্দের ২ দশমিক ৯৯ শতাংশ খরচ হয়েছে। একই অবস্থা জনপ্রশাসন মন্ত্রণালয়েও। এ মন্ত্রণালয়ের ১৪টি প্রকল্পের অধীনে বরাদ্দ রয়েছে ৬৩০ কোটি ২৩ লাখ টাকা। আলোচিত এ সময়ে এ প্রতিষ্ঠান খরচ করেছে মাত্র ১৪ কোটি ১১ লাখ টাকা। অর্থাৎ বরাদ্দের তুলনায় মাত্র ২ দশমিক ২৪ শতাংশ খরচ হয়েছে।

সারাবাংলা/জেজে/এনএস

পরিকল্পনা মন্ত্রণালয়

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর