Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রাষ্ট্রকাঠামো মেরামত’ ও ১০ দফা আদায়ে জনগণ প্রস্তুত: ড. মোশাররফ

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২২ ২০:৩৭

ড. খন্দকার মোশাররফ হোসেন

ঢাকা: বিএনপি ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামত’ ও ১০ দফা আদায়ে দেশের জনগণ প্রস্তুত বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন।

খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, রুহুল কবির রিজভীসহ দলের কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে এ আলোচনা সভা আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘গত ১৪ বছরে রাষ্ট্রের সব কাঠামো ধ্বংস করে দিয়েছে এই সরকার। সে কারণেই রাষ্ট্রকাঠামো মেরামতের প্রশ্ন সামনে আসছে। আর সে জন্যই রাষ্ট্রকাঠামো মেরামত ও আমাদের ১০ দফা আদায়ে জনগণ প্রস্তুত। তারা প্রস্তুত এই সরকারের হাত থেকে দেশ মুক্ত করতে।’

‘কিন্তু কোনো স্বৈরাচার সরকারই আপসে ক্ষমতা ছেড়ে যায় না। তাদের বিদায় করতে হয়। আর বিদায় করতে হলে একটাই উপায় আমাদের হাতে। সেটা হচ্ছে— জনগণের মধ্যে আবারও স্পাতকঠিন ঐক্য সৃষ্টি করে, জনগণ যেটা বিশ্বাস করে, সেটাকে বাস্তবায়ন করার জন্য এই দেশে আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচার সরকারকে পতন ঘটাতে হবে’— বলেন ড. মোশাররফ।

তিনি বলেন, ‘আমাদের দেশে ইতিহাস আছে। পাকিস্তান আমলে আইয়ুব খানের স্বৈরাচার হটিয়েছে ছাত্র গণঅভ্যুত্থান। বাংলাদেশে এরশাদের স্বৈরাচার হটিয়েছে এই গণঅভ্যুত্থান। কিছু দিন আগে শৃঙ্খলার দুই ভাইকে হটিয়েছে এই গণঅভ্যুত্থান। আমাদের সামনে গণঅভ্যুত্থান। এই গণঅভ্যুত্থানে আপনারা যারা মুক্তিযোদ্ধা, যারা মুক্তিযুদ্ধের প্রজন্ম, এই দেশের জনগণ এবং বিভিন্ন রাজনৈতিক দল যারা একত্রিত হচ্ছে, তারা সবাই মিলে এই সরকারকে হঠাতে হবে।’

বিজ্ঞাপন

ড. মোশাররফ হোসেন বলেন, ‘আমরা প্রথমে ১০ ডিসেম্বর দিয়েছি ১০ দফা, এরপর ১৯ ডিসেম্বর দিয়েছি ২৭ দফা। অনেক রাজনৈতিক দল এর সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে। সুতরাং আগামীর আন্দোলনে আমরা একা থাকব না। জনগণের পাশে থাকবে আরও অনেক দল। হিসেব করে দেখা গেছে, এদের সংখ্যা ৩০/৩৫টার মতো এবং বিভিন্ন জোট। গণতন্ত্র মঞ্চ আছে, আরও ১৭ দলীয় জোট আছে, আরও কয়েকটি দল এই ইস্যুতে ঐক্যবদ্ধ হয়েছে। আসুন, আমরা সবাই মিলে এই ১০ দফা বাস্তবায়ন করি এবং রাষ্ট্রকাঠামো মেরামত করি। তা নাহলে এই দেশ বসবাসযোগ্য থাকবে না।’

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেক খানের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

সারাবাংলা/এজেড/এনএস

ড. খন্দকার মোশাররফ হোসেন বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর