মাশরাফির উদ্যোগে চালু হলো ‘নড়াইল এক্সপ্রেস ডায়ালাইসিস সেন্টার’
২২ ডিসেম্বর ২০২২ ১৭:০২ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২২ ১৭:০৩
নড়াইল: নড়াইলে এই প্রথম কিডনি রোগিদের জন্য চালু হয়েছে বেসরকারি উদ্যোগে নড়াইল এক্সপ্রেস ডায়ালাইসিস সেন্টার। বৃহস্পতিবার (২২ডিসেম্বর) দুপুর ১টায় এর উদ্বোধন করেন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা এবং জে এমআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রাজ্জাক।
নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক জানান, ফাউন্ডেশনের চেয়ারম্যান সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজার ঐকান্তিক প্রচেষ্টায় এই প্রথম নড়াইলে নামমাত্র মূল্যে ডায়ালাইসস সেন্টার চালু হচ্ছে। দেশের অন্যতম বেসরকারি ‘জেএমআই গ্রুপে’র আর্থিক সহায়তায় নড়াইল শহরে অবস্থিত শরীফ আব্দুল হাকিম ও নড়াইল এক্সপ্রেস হাসপাতালে প্রায় ৭০ লাখ টাকা ব্যয়ে এটি নির্মাণ করা হয়েছে।
বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সের মাধ্যমে ৪ ইউনিটের কিডনি ডায়ালাইসিস সেন্টার চালু হচ্ছে। এখানে একসঙ্গে ৪ জন কিডনি রোগিকে ডায়ালাসিস দেওয়া হবে। এজন্য প্রতি রোগির সময় ব্যয় হয় ৪ ঘণ্টা। প্রতি ডায়ালাসিসে ১ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, নড়াইল পুলিশ সুপার মোসাম্মৎ সাদিরা খাতুন, জেলা পরিষদ চেয়ারম্যান আ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, নড়াইলের সিভিল সার্জন ডা. নাসিমা আক্তার, নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা, শরীফ আব্দুল হাকিম ও নড়াইল এক্সপ্রেস হাসপাতালের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মুকিত লাভলু, সাধারণ সম্পাদক শরীফ আশরাফুজ্জামান ঝিন্টুসহ অনেকে।
সারাবাংলা/এমও