জনতার মুখোমুখি মাশরাফি
২২ ডিসেম্বর ২০২২ ১৬:৫১
নড়াইল: নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা তার নির্বাচনী এলাকায় জনতার মুখোমুখি হাজির হয়েছেন। ‘জনতার মুখোমুখি, জনতার সেবক’ এ স্লোগান নিয়ে গতকাল বুধবার (২১ ডিসেম্বর) সদরের হবখালী ইউনিয়ন থেকে ব্যতিক্রমী এ আয়োজন শুরু করেন।
নির্বাচনী আসনের ২০টি ইউনিয়নে পর্যায়ক্রমে জনতার মুখোমুখি হবেন মাশরাফি। এখানে বিভিন্ন শ্রেনিপেশার মানুষ এমপির কাছ থেকে তাদের এলাকা সম্পর্কিত যেকোনো প্রশ্নের তাৎক্ষণিক উত্তর পাবেন।
হবখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাদশা মোল্লা জানান, বুধবার বিকেল ৩টায় হবখালী হাড়িগড়া সরকারি প্রাথমিক স্কুল মাঠে ইউনিয়নবাসীর আয়োজনে জনতার মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করা হয়। জনতার মুখোমুখি এ আয়োজনে ইউনিয়নের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন এবং তাদের এমপিকে ইউনিয়নের উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন করেন এবং এমপি তার উত্তর দেন।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান আ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরাসহ এলাকাবাসী।
সারাবাংলা/এমও