Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাধবপুরে পিক-আপের ধাক্কায় চা শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২২ ১৫:১৯

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে দ্রুতগামী পিক-আপের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে শশী সবর (৫০) নামে এক চা শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার সকাল সাতটায় ঢাকা-সিলেট মহাসড়কে বেজুড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শশী সবর মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের ১০ নম্বর ডিভিশনের মৃত শম্ভু সবরের ছেলে।

দুর্ঘটনায় আহতরা হলেন- উপজেলার তেলিয়াপাড়ার হৃদয় সরকার (২৫), একই এলাকার সন্তোষ সবর (২৫), দিলীপ সবর (২৮)।

মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান ও ডিউটি অফিসার এসআই শামসুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানান, আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টিকে আটক করা হয়েছে।

সারাবাংলা/ইআ

চা শ্রমিক নিহত

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

আরো

সম্পর্কিত খবর