Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফুলছড়িতে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২২ ১২:০৩

গাইবান্ধা: গাইবান্ধার ফুলছড়িতে অটোরিকশার ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উদাখালীর বোচার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম রাদিয়া (৮)। সে জামালপুর জেলার সানন্দাবাড়ি এলাকার আবু সাঈদের মেয়ে।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে শিশুটি তার বাবা-মায়ের সঙ্গে ফুলছড়ির উদাখালী ইউনিয়নের বোচার বাজার এলাকায় নানার বাড়িতে মামার বিয়ে উপলক্ষে বেড়াতে। মামা বাড়ির সামনের সড়ক পার হওয়ার সময় পেছন থেকে একটি ব্যাটারি চালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এ সময় শিশুটি সড়কে ছিটকে পরে ঘটনাস্থলেই মারা যায়।

উদাখালী ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মকবুল হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সারাবাংলা/ইআ

অটোরিকশার ধাক্কা শিশু নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর