Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেললাইনে হাঁটতে গিয়ে ট্রেনের ধাক্কায় ২ যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২২ ১১:৫৯ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২২ ১২:০১

টাঙ্গাইল: টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ভোরে কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় রেললাইনে হাঁটতে গিয়ে ট্রেনের ধাক্কায় ওই দুই যুবক নিহত হন।

নিহতরা হলেন- পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর গ্রামের চঞ্চল সিকদারের ছেলে মো. সাগর (৩৫) ও একই জেলার আমিনপুর উপজেলার আহাম্মেদপুর গ্রামের মো. লিয়াকতের ছেলো মো. সজিব (৩৩)।

টাঙ্গাইলের ঘারিন্দা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফজলুল হক বিষটি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত যুবকরা রাতে প্রাইভেটকারযোগে ঢাকা থেকে পাবনা যাচ্ছিলেন। তাদের প্রাইভেটকারটি ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের হাতিয়া এলাকায় এলে অপর একটি প্রাইভেটকার ওভারটেক করার সময় তাদের প্রাইভেটকারটি মহাসড়কের পাশে নেমে যায়।

তিনি আরও জানান, পরবর্তীতে চালক গাড়িটি উপরে তোলার সময় নিহতরা রেললাইনের উপর হাঁটাহাঁটি করতে থাকেন। এসময় ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কায় তারা নিহত হন। মরদেহ দু’টি উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সারাবাংলা/এমও

টপ নিউজ টাঙ্গাইল ট্রেনের ধাক্কা প্রাইভেটকার রেললাইন

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর