ইজিবাইকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে ট্রাকচাপায় চা দোকানি নিহত
২২ ডিসেম্বর ২০২২ ১০:১৩ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২২ ১০:১৪
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা শহরে অবৈধ ইজিবাইকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে চলন্ত ট্রাকের চাপায় আব্দুল জব্বার (৪২) নামে এক চা দোকানি নিহত হয়েছেন। গতকাল বুধবার (২১ ডিসেম্বর) রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কাছে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত আব্দুল জব্বার চুয়াডাঙ্গা পৌর এলাকার জোয়ার্দারপাড়া মরহুম বোরহান উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহব্বুর রহমান কাজল জানান, চুয়াডাঙ্গা পৌর এলাকার একাডেমি স্কুল মোড়ে চা দোকানি আব্দুল জব্বার বড়বাজার থেকে মালামাল কিনে তার মোটরসাইকেলে চেপে দোকানে ফিরছিলেন।
এসময় একটি ইজিবাইকের চালক তার মোটরসাইকেলে ধাক্কা মারলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। পরে পেছন থেকে আসা ঝিনাইদহগামী পণ্যবাহী একটি ট্রাক (যশোর-ট-১১-২৪৫৪) তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাসানুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।
সারাবাংলা/এমও