Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বসুন্ধরায় সিটি ব্যাংকের নতুন শাখার উদ্বোধন

সারাবাংলা ডেস্ক
২২ ডিসেম্বর ২০২২ ০৯:৪৬

ঢাকা: ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় সিটি ব্যাংকের নতুন একটি শাখার উদ্বোধন হয়েছে। গতকাল বুধবার (২১ ডিসেম্বর) ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার এ নতুন শাখার ফিতা কাটেন।

আজিজ আল কায়সার স্বাগত বক্তব্যে বলেন, ‘ঢাকা শহরের প্রতিটি অঞ্চলে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার জন্য সিটি ব্যাংকের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসাবে বসুন্ধরা আবাসিক এলাকায় এই নতুন শাখা খোলা হয়েছে। সিটি ব্যাংক ৩৯ বছর ধরে তার গ্রাহকদের স্বার্থে বিভিন্ন সুদূরপ্রসারী ব্যাংকিং কার্যক্রম চালিয়ে আসছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

বিজ্ঞাপন

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাসরুর আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ ও মাহবুবুর রহমান এবং ব্যাংকের উচ্চপদস্থ অন্যান্য কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।

নতুন এ শাখার মাধ্যমে গ্রাহকদের রিটেল লোন, ডিপোজিট, কার্ড, ইসলামিক ব্যাংকিং, কাস্টমার কেয়ার ও রেমিট্যান্সসহ বিভিন্ন সেবা দেওয়া হবে।

সারাবাংলা/এমও

বসুন্ধরা সিটি ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর