Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভুল-বোঝাবুঝি থেকে হয়তো রাষ্ট্রদূত নিরাপত্তাহীনতার কথা বলেছেন’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২২ ১৯:৪৬ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২২ ১০:২৩

রাজশাহী: রাষ্ট্রদূতদের নিরাপত্তার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রাষ্ট্রদূতদের জন্য আমরা যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা করে থাকি। বিশেষ রাষ্ট্রদূতদের বাড়তি নজরদারিতে রাখা হয়। সেজন্য মার্কিন রাষ্ট্রদূতের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে বলে মনে করি না।

তিনি আরও বলেন, ভুল বোঝাবুঝির জায়গা থেকে হয়তো তিনি এ কথা বলেছেন। সেখানে এমন কিছু হয়নি, যাতে নিরাপত্তা বিঘ্নিত হবে।

বিজ্ঞাপন

বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজশাহী নগরের সিঅ্যান্ডবি মোড়ে ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু মুর‌্যাল’ উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের রাষ্ট্রদূতদের জন্য যথেষ্ট প্রোটেকশন দিয়ে থাকি। আমাদের পুলিশ বাহিনী বিশেষ বিশেষ কয়েকটি রাষ্ট্রদূতের বেলায় বেশি করে নজরদারিতে রাখে। তাদের নিরাপত্তার কোনো ঘাটতি থাকে না।

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, যেখানে ঘটনাটি ঘটেছে সেটি আমারই নির্বাচনী এলাকা। আমরা জানতাম না তিনি একটি বাসায় যাবেন। রাষ্ট্রদূত বলেছেন, জানাজানি হয়েছে। কিন্তু আমরা সেটা জানতাম না। সেদিন ঘটনাটি জানার পরপরই রাষ্ট্রদূতের নিরাপত্তার জন্য পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। তার আসা যাওয়ায় সময় যেন কোনও ধরনের বিঘ্ন না ঘটে এ বিষয়ে পুলিশ সজাগ ছিল।

জাতীয় নির্বাচনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্য দেশে যেভাবে নির্বাচন হয় আমাদের দেশেও সেভাবে নির্বাচন হবে। আগামী নিবার্চন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। দেশবাসীও প্রত্যাশা করছে, আমরাও সেটা চাচ্ছি।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, কে কি করলো সেটা বিষয় না। তারা নির্বাচনে আসবে কি আসবে না তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। আমাদের কথা হলো যে যাই করবেন, মিছিল মিটিং করবেন আমাদের কোনো বাধা নাই। আইনশৃঙ্খলা বিনষ্ট করে জনগণকে জিম্মি করে কিছু করলে তাদের দায়িত্ব নিতে হবে।

বিজ্ঞাপন

রাজনৈতিক নেতাদের ‘খেলা হবে’ হবে বক্তব্য নিয়ে তিনি বলেন, এটা যার যার রাজনৈতিক স্লোগান।

দুপুরে বঙ্গবন্ধুর ম্যুরালের উদ্বোধন শেষে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক সুধী সমাবেশে অংশ নেন মন্ত্রী। এর আগে সকাল সাড়ে ১০টায় রাজশাহীর বাঘা উপজেলায় আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, আনসার বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল নাজমুল ইসলাম, রাজশাহী রেঞ্জের ডিআইজি আবদুল বাতেন, সংসদ সদস্য আদিবা আনজুম মিতা প্রমুখ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনইউ

রাষ্ট্রদূত

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর