Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটিতে ৩৬ ঘণ্টার অবরোধ পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২২ ১৮:৪৪

রাঙ্গামাটি: জেলার রাজস্থলী উপজেলায় এক ছাত্রলীগ নেতাকে ‘অপহরণের’ ঘটনায় উদ্ধার দাবিতে উপজেলার তিনটি সড়কে ৩৬ ঘণ্টার সড়ক অবরোধ পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২০ ডিসেম্বর) ভোর ৬টা থেকে শুরু হওয়া অবরোধ শেষ হয় আজ বুধবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায়। অবরোধের কারণে গতকাল মঙ্গলবার ভোর থেকে রাজস্থলী-বান্দরবান, বাঙ্গালহালিয়া-রাজস্থলী ও বাঙ্গালহালিয়া-রাঙ্গামাটি সড়কে সকল ধরণের যাত্রীবাহী যানবাহন চলাচল বন্ধ থাকে। অবরোধের কারণে দুর্ভোগে পড়েন এ সড়কে যাতায়াতকারীরা। বান্দরবান থেকে অনেকেই চট্টগ্রাম হয়ে রাঙ্গামাটিতে ফিরেছেন।

বিজ্ঞাপন

স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গিয়েছে, গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে রাজস্থলী উপজেলাধীন রাজস্থলী-রাঙ্গামাটি-বান্দরবান সড়কে সকল প্রকার যাত্রীবাহী যানচলাচল বন্ধ ছিল। মঙ্গলবার বাঙ্গালহালিয়া বাজারে সাপ্তাহিক হাটবার থাকলেও সাধারণ মানুষের উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে। বুধবার রাজস্থলী উপজেলা সদরে হাটবার থাকলেও মানুষের তেমন উপস্থিতি মেলেনি। উপজেলার গাইন্দ্যা ও ঘিলাছড়ি ইউনিয়নের মানুষজন পায়ে হেঁটে বাজারে এসে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করেছেন। দু’দিনের অবরোধে সমর্থনকারীরা উপজেলার বাসস্টেশন, রাজস্থলী বাজার, বরইতলা, ইসলামপুর বাজার, মুক্তিযোদ্ধা সড়ক, পাথরবন পাড়া, শফিপুর, বাঙ্গালহালিয়া বাজারসহ বিভিন্নস্থানে পিকেটিং করেছে। অবরোধের কারণে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

বাঙ্গালহালিয়া সচেতন নাগরিক সমাজের সভাপতি এমদাদুল হক মিলন বলেন, ‘সালাহ উদ্দিনকে উদ্ধারের দাবিতে মঙ্গলবার-বুধবার ৩৬ ঘণ্টার অবরোধ পালিত হয়েছে। অপহরণের ১৬ দিন অতিবাহিত হলেও এখনো সালাহ উদ্দিনের কোনো সন্ধান মেলেনি। নিখোঁজ ব্যক্তি উদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, রাজস্থলীতে সচেতন নাগরিক সমাজের ডাকা দুই দিনের অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। নিখোঁজ সালাহ উদ্দিনকে উদ্ধারের বিষয়টি পুলিশ সুপারের নির্দেশ মোতাবেক সকল প্রকার কৌশল অবলম্বন করা হচ্ছে।

প্রসঙ্গত, গত ৪ ডিসেম্বর (রোববার) সকালে রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের আমতলীপাড়া নামক এলাকা থেকে মো. সালাহ উদ্দিন নামে এই ছাত্রলীগ নেতাকে অপহরণ করা হয়েছে দাবি করা হচ্ছে। এ ঘটনায় সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি (জেএসএস) দায়ী করে আসছে পরিবার। ঘটনার পরদিন ৫ ডিসেম্বর রাজস্থলী থানায় নিখোঁজ দাবি করে সাধারণ ডায়েরি (জিডি) করেছে সালাহ উদ্দিনের বড় ভাই মো. আল আমিন হোসেন। এরপর ১০ ডিসেম্বর রাজস্থলী উপজেলা পরিষদ মাঠে ‘বাঙ্গালহালিয়া সচেতন নাগরিক সমাজের’ ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। তবে অপহরণের দাবি করলেও এখনো কেউ মুক্তিপণ দাবি করেনি। নিখোঁজ মো. সালাহ উদ্দিন বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও শফিপুর এলাকার বাসিন্দা মৃত মুজিবুর রহমানের ছেলে। সালাহ উদ্দিন উপজেলা ছাত্রলীগের আইনবিষয়ক সম্পাদক ও পেশায় একজন স্ক্যাভেটর চালক।

সারাবাংলা/এনএস

অবরোধ রাঙ্গামাটি

বিজ্ঞাপন

টানা সাতে জয়ে দুর্বার মোহামেডান
১০ জানুয়ারি ২০২৫ ১৮:৪৫

বাধ্য হয়ে জোভান-তটিনীর বিয়ে!
১০ জানুয়ারি ২০২৫ ১৮:১৯

আরো

সম্পর্কিত খবর