যুক্তরাষ্ট্রের পথে জেলেনস্কি
২১ ডিসেম্বর ২০২২ ১৫:৫২
গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর প্রথমবার যুক্তরাষ্ট্র যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার (২১ ডিসেম্বর) ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।
হোয়াইট হাউজ জেলেনস্কির সফরের তথ্য নিশ্চিত করেছে। ওয়াশিংটনে তিনি বাইডেনের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ভাষণ দেবেন।
যুক্তরাষ্ট্রের পথে রওয়ানা দেওয়ার আগে টুইটারে জেলেনস্কি বলেন, আমাদের প্রতিরোধ এবং প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওয়ানা দিয়েছি।
গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এর পর থেকে জেলেনস্কি বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে ফোন ও ভিডিওকলে সাক্ষাৎ করেছেন। তিনি জাতিসংঘেও ভাষণ দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রতিবেশী দেশ পোল্যান্ডে সফর করেছেন। অন্য মিত্র যুক্তরাজ্য ও ফ্রান্সের রাষ্ট্রনেতারা ইউক্রেনে সফর করেছেন।
মূলত, যুক্তরাষ্ট্রের দেওয়া ব্যাপক সামরিক সহায়তা দিয়ে রাশিয়ার বিরুদ্ধে লড়ছে ইউক্রেন। সর্বশেষ যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট মিসাইল চাইছে দেশটি। ওয়াশিংটনও জানিয়েছে প্যাট্রিয়ট মিসাইল ব্যবস্থা ইউক্রেনকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। জেলেনস্কির সফর উপলক্ষে ইউক্রেনকে আরও ২ বিলিয়ন ডলারের সামরিক সহায়তার ঘোষণাও দিয়েছে ওয়াশিংটন। এই প্যাকেজে প্যাট্রিয়ট মিসাইল ব্যবস্থাও রয়েছে।
সারাবাংলা/আইই