Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে রেলওয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২২ ১৪:১৭

ফাইল ছবি

ঢাকা: রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনের রেললাইনে ট্রেনে কাটা পড়ে কামরুজ্জামান খোকন (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি লালমনিরহাটে রেলওয়ের ইলেকট্রিশিয়ান ছিলেন।

বুধবার (২১ ডিসেম্বর) ভোর ৬টার দিকে বিমানবন্দর স্টেশনের দুই নম্বর প্লাটফর্মে এ ঘটনা ঘটে।

বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, বুধবার ভোরে রংপুর থেকে ছেড়ে আসা ‘রংপুর এক্সপ্রেস’ নামে একটি ট্রেনে করে ঢাকা আসেন কামরুজ্জামান খোকন। পরে আবার কমলাপুর যাওয়ার জন্য চলন্ত অবস্থায় ওই ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে তার মৃত্যু হয়।

তিনি জানান, মৃত কামরুজ্জামান লালমনিরহাটে রেলওয়ের ইলেক্ট্রিশিয়ান ছিলেন। পরে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই রেলওয়ে কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/ইআ

ট্রেনে কাটা পড়ে

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর