Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভর্তি ফি বেশি নেওয়ার অভিযোগ, মনিটরিং টিম গঠন

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২২ ১৩:৫৪ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২২ ১৬:২৯

ঢাকা: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ফি বেশি নেওয়ার অভিযোগ তদন্তে মনিটরিং টিম গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (২১ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের চারজন উপ-সচিবের নেতৃত্বে চারটি মনিটরিং টিম গঠন করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, কমিটির সদস্য সরকারি, বেসরকারি স্কুল এবং বেসরকারি স্কুল অ্যান্ড কলেজে ২০২৩ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা অনুযায়ী ভর্তি, ভর্তি ফি, উন্নয়ন ফি-সহ অন্যান্য ফি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ যথাযথভাবে গ্রহণ করছে কিনা তা সরেজমিনে যাচাইয়ের জন্য ভিজিট করছেন।

এ ছাড়া, মাউশি অধিদফতর গঠিত ১৬টি মনিটরিং কমিটি ঢাকা মহানগরীর, ৮টি বিভাগীয় মনিটরিং কমিটি বিভাগীয় সদর জেলার, ৫৫টি জেলা মনিটরিং কমিটি জেলা সদরের এবং উপজেলা মনিটরিং কমিটি উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে উল্লিখিত বিষয়ে সরেজমিনে মনিটরিং করে মাউশি অধিদফতরে রিপোর্ট দিয়েছে। কোথাও কোনো অনিয়ম পাওয়া গেলে বিধি অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেবে শিক্ষা মন্ত্রণালয়।

সারাবাংলা/জেআর/ইআ

টপ নিউজ ভর্তি ফি মনিটরিং টিম গঠন শিক্ষা মন্ত্রণালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর