পলাশবাড়ীতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ ডিসেম্বর ২০২২ ১৬:১৯ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২২ ১৬:২১
২০ ডিসেম্বর ২০২২ ১৬:১৯ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২২ ১৬:২১
গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাক চাপায় আফসার আলী (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের মহেশপুর বিটিসি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আফসার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বেতগ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা এ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি রংপুর থেকে বগুড়ার দিকে যাচ্ছিলেন। পথে মহেশপুর বিটিসি মোড় এলাকায় পোঁছালে পিছনে বসে থাকা আফসার আলী আচমকা মোটরসাইকেল থেকে পড়ে যান। এ সময় রংপুরগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই আফসারের মৃত্যু হয়।
পলাশবাড়ী ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার লোকমান হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়।
সারাবাংলা/ইআ