Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছেলের সামনে বাবাকে কুপিয়ে হত্যা: পুনঃতদন্ত প্রতিবেদন ২৫ জানুয়ারী

স্টাফ করেসপন্ডেন্ট
২০ ডিসেম্বর ২০২২ ১৬:০১

ঢাকা: পল্লবীতে সন্তানের সামনে সাহিনুদ্দিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। আগামী ২৫ জানুয়ারী পরবর্তী ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালত প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ধার্য করেন।

এদিন মামলাটি পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ছিল। কিন্তু মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন দাখিল করতে পারেনি। এ জন্য বিচারক নতুন করে এই তারিখ ধার্য করেন।

জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারিতে এ মামলায় লক্ষ্মীপুর-১ আসনের সাবেক এমপি ও ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এমএ আউয়ালসহ ১৫ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় ডিবি পুলিশ। এরপর ১২ মে আদালত সাহিনুদ্দিনের মায়ের নারাজির আবেদন গ্রহণ করে মামলাটি পুনরায় তদন্ত করতে পিবিআইকে নির্দেশ দেন।

২০২১ সালের ১৬ মে পল্লবীতে ৬ বছরের ছেলে মাশরাফির সামনে বাবা সাহিনুদ্দিনকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় সাহিনুদ্দিনের মা আকলিমা ২০ জনের নাম উল্লেখ করে ১৭ মে পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন।

সারাবাংলা/এআই/ইআ

পুনঃতদন্ত প্রতিবেদন