শীতলক্ষ্যা থেকে যুবকের লাশ উদ্ধার
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ ডিসেম্বর ২০২২ ১৫:০৫ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২২ ১৫:০৮
২০ ডিসেম্বর ২০২২ ১৫:০৫ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২২ ১৫:০৮
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকায় শীতলক্ষ্যা নদীর পাড় থেকে রিপন শেখ (৪৫) নামে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে টানবাজার এলাকায় নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
রিপন বন্দর কদমরসূল এলাকার রমজান শেখের ছেলে। তিনি পেশায় একজন বাবুর্চি ছিলেন।
স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে রিপন মানসিক সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার সকালে পথচারীরা শীতলক্ষ্যা নদীর পাড়ে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নৌ-পুলিশের উপ পরিদর্শক (এসআই) ফোরকান জানান, মরদেহ উদ্ধারের পর স্বজনরা রিপনকে শনাক্ত করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
সারাবাংলা/ইআ