Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পলাশবাড়ীতে বাসচাপায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ ডিসেম্বর ২০২২ ০০:০২

গাইবান্ধা: জেলার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসচাপায় শফিকুল ইসলাম (৩৫) নামে এক রিকশাভ্যান যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হন ভ্যানচালকসহ তিনজন।

সোমবার ( ১৯ ডিসেম্বর) দিনগত রাত ৮টার দিকে গাইবান্ধা-গোবিন্দগঞ্জ সড়কের হরিনাবাড়ী-কুমারগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুল হরিণাবাড়ী গ্রামের মৃত কছর মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, রাতে হরিণাবাড়ী বাজার থেকে রিকশা ভ্যানে বাড়ি ফিরছিলেন শফিকুলসহ আরও দুই যাত্রী। পথে কুমারগাড়ী এলাকায় গাইবান্ধা থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস ভ্যানটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই শফিকুল মারা যান। আহত হন চালকসহ তিনজন। তাৎক্ষণিক আহতদের নাম জানা যায়নি।

হরিনাবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ রায়হান আলী বিষয়টি নিশ্চিত করে জানান, আহত তিনজনকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সারাবাংলা/পিটিএম

নিহত পলাশবাড়ী বাসচাপা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর