আইনশৃঙ্খলা স্বাভাবিক থাকলেও ‘আত্মতুষ্টিতে নেই’ আইজিপি
১৯ ডিসেম্বর ২০২২ ১৯:৫৩ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২২ ২০:০০
চট্টগ্রাম ব্যুরো : আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে পারলেও আত্মতুষ্টিতে ভুগছেন না বলে জানিয়েছেন বাংলাদেশের পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
সোমবার (১৯ ডিসেম্বর) বিকেলে নগরীর দামপাড়া পুলিশ লাইন মাঠে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি একথা বলেন।
প্রযুক্তির কারণে অপরাধের ধরণ পাল্টে গেছে মন্তব্য করে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘বর্তমানে প্রযুক্তির উৎকর্ষতার কারণে অপরাধের ধরন প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। সাইবার ক্রাইম, মানবপাচার, মানি লন্ডারিংসহ নিত্যনতুন চ্যালেঞ্জ আসছে। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা পুলিশ বাহিনীকে প্রস্তুত করেছি। বিডি পুলিশ হেল্পলাইন অ্যাপ্লিকেশন চালু করেছি। সিএমপিতে সিটিজেন ইনফরমেশন ব্যাংক সিস্টেম চালু হয়েছে, যার মাধ্যমে এই শহরের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বলিষ্ঠভাবে পুলিশ কাজ করে যাচ্ছে। অপরাধীদের তথ্য দ্রুত পাওয়ার জন্য সিডিএমএস চালু হয়েছে।’
প্রযুক্তির নানাবিধ ব্যবহারে সৃষ্ট অপরাধের বহুমাত্রিকতা নিয়ন্ত্রণ করতে সক্ষম হওয়ার দাবি করে তিনি বলেন, ‘আমরা ইন্টেলিজেন্স ও টেকনোবেইজড পুলিশিং জোরদার করেছি। বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে একযোগে কাজ করছি। ডিজিটাইজেশনের যে চ্যালেঞ্জ সাইবার ক্রাইম, মাদক, জঙ্গি, সন্ত্রাস, ফিন্যান্সিয়াল ক্রাইম, সোশ্যাল মিডিয়া প্রোপাগান্ডা— এ সব অপরাধ আমাদের সক্ষমতা বৃদ্ধির কারণে সফলভাবে মোকাবিলা করতে সক্ষম হয়েছি।’
‘সারাদেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে উঠেছিল, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এ সব মোকাবিলা করে দেশকে একটি স্থিতিশীল অবস্থায় নিয়ে এসেছি। জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশ পুলিশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। এটা বিশ্বে রোলমডেল হিসেবে আমরা স্বীকৃতি পেয়েছি।’
দেশের স্থিতিশীল আইনশৃঙ্খলা অব্যাহত রাখতে জনগণের সহযোগিতা চেয়ে আইজিপি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল থাকায় দেশে মাথাপিছু আয় দাঁড়িয়েছে তিন হাজার মার্কিন ডলার। দেশি-বিদেশি বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করেছি। তবে এজন্য আমরা আত্মতুষ্টিতে ভুগছি না। প্রতিনিয়ত যে চ্যালেঞ্জ সামনে আসছে, সেসব মোকাবিলার জন্য আমাদের কার্যক্রমকে আমরা সুবিন্যস্ত করছি এবং প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যদের উপযোগী করে গড়ে তুলছি।’
‘অর্থনীতি সচল রাখতে আমরা সকলে একযোগে কাজ করছি। দৃঢ়কন্ঠে বলতে চাই, পুলিশের সৃজনশীলতা, মেধা এবং শ্রম ব্যবহার হবে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়। পুলিশের প্রতিটি সদস্যকে আমরা জনগণের আস্থার প্রতীক হিসেবে পরিণত করতে চাই। মানবিক পুলিশ বাহিনী গড়ে তোলার জন্য আমরা এরইমধ্যে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছি।’
সমাবেশে স্বাগত বক্তব্যে সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় বলেন, ‘কর্ণফুলী নদীর তলদেশে দক্ষিণ এশিয়ার প্রথম টানেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মিত হয়েছে। এই টানেলের নিরাপত্তাসহ কর্ণফুলী নদীর দুইপাড়ের নিরাপত্তায় সিএমপি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেব। এ ছাড়া চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল ও মীরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্পনগর চালু হলে চট্টগ্রাম শহর ঘিরে অর্থনৈতিক কর্মকাণ্ড আরও বহুগুণে বৃদ্ধি পাবে। চট্টগ্রাম বন্দরকে সম্পূর্ণ নিরাপদ রাখা এবং শহরের আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে রাখতে সিএমপি অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমরা আশাবাদী।’
বিকেল সাড়ে তিনটায় প্রাপন একাডেমির নৃত্যশিল্পীদের মুক্তিযুদ্ধভিত্তিক একটি পরিবেশনার মধ্যদিয়ে শুরু হয় সিএমপির প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন। কমিশনারের স্বাগত বক্তব্যের পর সিএমপির কর্মকাণ্ডের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন আইজিপি। এরপর তিনি সিএমপির বিভিন্ন ইউনিটের স্টল ঘুরে চা চক্রে যোগ দেন।
সুধী সমাবেশে চট্টগ্রামের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী ও খাদিজাতুল আনোয়ার সনি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরিন আক্তার, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন ও নগর মহিলা লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ছিলেন।
সারাবাংলা/আরডি/একে