মাস্কের পদত্যাগের পক্ষে রায় দিলেন বেশিরভাগ টুইটার ব্যবহারকারী
১৯ ডিসেম্বর ২০২২ ১৯:৩৮
টুইটারের বেশিরভাগ ব্যবহারকারী ইলন মাস্ককে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী হিসেবে দেখতে চান না। টুইটার ব্যবহারকারীরা ইলন মাস্ককে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটির প্রধান নির্বাহী হিসেবে পদত্যাগ করার জন্য একটি জরিপে ভোট দিয়েছেন।
নানা বিতর্কের কারণে ইলন মাস্ক নিজেই টুইটার জরিপের প্রস্তাব করেন। টুইটারের প্রধান নির্বাহী পদে থাকবেন কি না সে প্রশ্ন রাখেন মাস্ক। সোমবার সন্ধ্যা পর্যন্ত জরিপে ভোট পড়েছে ১ কোটি ৭৫ লাখের বেশি। এতে ৫৭.৫ শতাংশ ব্যবহারকারী মাস্কের পদত্যাগের পক্ষে ভোট দিয়েছেন। মাস্কের দায়িত্ব পালনের পক্ষে ভোট পড়েছে ৪২.৫ শতাংশ।
টুইটারের ওই জরিপের ক্যাপশনে মাস্ক লিখেছনে, আমার কি টুইটারের প্রধান পদ থেকে সরে যাওয়া দরকার? এই ভোটের ফল মেনে চলব।
তবে জরিপে হেরে গেলে কবে নাগাদ টুইটারের দায়িত্ব ছাড়বেন তা স্পষ্ট করেননি মাস্ক। এক ফলোয়ারের প্রশ্নের উত্তরে মাস্ক বলেন, এখনও কোনো উত্তরসূরী নির্বাচিত করা হয়নি।
সারাবাংলা/আইই