Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহেশখালীর শত বছরের পুকুর ভরাট: ডিসিকে আবেদন নিষ্পত্তির নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২২ ১৫:৩৮

হাইকোর্ট

ঢাকা: কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের শত বছরের পুরনো পুকুর ভরাট বন্ধে ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসকের (ডিসি) কাছে করা দরখাস্ত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১৯ ডিসেম্বর) এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ রেজাউল করিম রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

আদেশের বিষয়টি নিশ্চিত করে আইনজীবী রেজাউল করিম সারাবাংলাকে বলেন, মহেশখালীর হোয়ানক ইউনিয়নের শত বছরের পুরনো একটি পুকুর এলাকাবাসী দীর্ঘদিন ধরে তাদের নিত্য প্রয়োজনে ব্যবহার করে আসছে। সম্প্রতি কিছু লোক ওই পুকুর ভরাট করে স্থাপনা তৈরির চেষ্টা করছে। দর্শনীয় এই পুকুরটি যেনো কেউ ভরাট করতে না পারে। সেজন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছিল। ওই আবেদনের বিষয়ে কোন পদক্ষেপ না নেওয়ায় পরে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

আদালত আজ জেলা প্রশাসক বরাবর করা দরখাস্তটি ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন।

তিনি আরও বলেন, মহেশখালী একটি পর্যটন এলাকা। শত বছরের পুরনো দর্শনীয় এই পুকুরটি যেন কেউ ভরাট করতে না পারে। আমরা সেটাই চাই।

এর আগে পুকুর ভরাট বন্ধে ব্যবস্থা গ্রহণের জন্য গত ১৩ ডিসেম্বর মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের মো. মোস্তাফিজুর রহমান হাইকোর্টে রিট দায়ের করেন।

রিটে স্থানীয় সরকার সচিব, কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি), মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি), স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম, মো. শহিদুল্লাহ ও ওয়ালিউল্লাহকে বিবাদী করা হয়।

বিজ্ঞাপন

এর আগে গত ১৬ নভেম্বর স্থানীয় বাসিন্দা মো. মোস্তাফিজুর রহমান, মুহাম্মদ আবু বকর শিবলী, শেখ মোহাম্মদ মহিউদ্দিন ০.৬২ একক জমিতে স্থিত পুকুর ও রাস্তা ভরাট বন্ধে ব্যবস্থা নিতে কক্সবাজার জেলা প্রশাসক (ডিসি) বরাবর একটি দরখাস্ত করেছিলেন।

সারাবাংলা/কেআইএফ/ইআ

নিষ্পত্তির নির্দেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর