Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আ.লীগ নেত্রী বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২২ ১৫:২৬

খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার চার নম্বর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীতা করার অভিযোগে ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ধনিতা চাকমাকে সাংগঠনিক সকল পদ ও কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১৯ ডিসেম্বর) সাংবাদিকদের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ মহিলা আ.লীগ দীঘিনালা উপজেলা শাখার সভাপতি সীমা দেওয়ান ও সাধারণ সম্পাদক মাহমুদা বেগম লাকী এ বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ২৯ ডিসেম্বর উপজেলার চার নম্বর দীঘিনালা ইউপি নির্বাচনে বাংলাদেশ আ.লীগ মনোনীত (নৌকা প্রতিক) চেয়ারম্যান প্রার্থী উপজেআ.লীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ বরণ চাকমার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীতা করায় বাংলাদেশ আ.লীগের গঠনতন্ত্রের ৪৭ এর (ক) নির্দেশনা অনুযায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সভানেত্রী ধনিতা চাকমাকে দলীয় সকল প্রকার কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে বহিষ্কৃত ধনিতা চাকমা বলেন, ‘দল থেকে একজনকে মনোনয়ন দিলেও নির্বাচন করবো। ইউপি মহিলা আ.লীগের পদ থেকে আমাকে বহিষ্কার করলেও বাংলাদেশ আ.লীগের প্রতি শ্রদ্ধাশীল থাকবো।’

উপজেলা মহিলা আ.লীগের সভাপতি সীমা দেওয়ান বলেন, ‘ইউপি নির্বাচনে নিজ দলীয় আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর (নৌকা প্রতিক) বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীতা করায় ধনিতা চাকমাকে সংগঠনের নীতিমালা অনুসারে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে।’

সারাবাংলা/ইআ

আওয়ামী লীগ নেত্রী বহিষ্কার

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর