Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রায় দেখে ‘তৃণমূল বিএনপি’কে নিবন্ধনের সিদ্ধান্ত নেবে ইসি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২২ ১৫:০০ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২২ ১৫:১৪

ঢাকা: নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, ‘তৃণমূল বিএনপি’কে নিবন্ধন দেওয়ার বিষয়ে আদালতের রায় হাতে আসার পর তা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, ‘আমরা এখনও আদালতের রায় হাতে পাইনি, রায় অফিসিয়ালি পেলে কমিশন বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’

সোমবার (১৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ইসি কমিশনার মো. আলমগীর এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, ‘রায়ের কপি হাতে পাওয়ার পর সব সিদ্ধান্ত নিতে হবে। রায় মেনে নেওয়া অথবা আপিল করা না করার বিষয়েও তখন সিদ্ধান্ত নেওয়া হবে। আদালতের আদেশ না দেখে সিদ্ধান্ত নেওয়া যাবে না। আইন যেভাবে আছে সেভাবে কাজ করবে। আইনের সিদ্ধান্ত চূড়ান্ত।’

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর ‘তৃণমূল বিএনপি’কে নিবন্ধন দিতে হাইকোর্টের আদেশ বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তৃণমূল বিএনপি‘র নেতৃতে রয়েছেন ব্যারিস্টার নাজমুল হুদা। নির্বাচন কমিশন ২০১৮ সালের জুনে দলটিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না দেওয়ায় বিষয়টি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন নাজমুল হুদা। একইবছরের ৪ নভেম্বর ‘তৃণমূল বিএনপি’কে নিবন্ধন দেওয়ার নির্দেশনা দিয়ে রায় দেন হাইকোর্ট। পরে ইসি তা আপিল করলে হাইকোর্টের আদেশ বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সারাবাংলা/জিএস/এমও

ইসি টপ নিউজ তৃণমূল বিএনপি নির্বাচন কমিশনার মো. আলমগীর

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর