কানাডার টরন্টোতে গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২২ ১৪:৪৪ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২২ ১৪:৫২
১৯ ডিসেম্বর ২০২২ ১৪:৪৪ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২২ ১৪:৫২
ঢাকা: কানাডার টরন্টোতে বন্দুক হামলায় বন্দুকধারীসহ ছয়জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রোববার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টরন্টোর একটি আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে।
সোমবার (১৯ ডিসেম্বর) এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অন্য একজনকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আবাসিক এলাকার একটি ভবনের মধ্যে একজন পুরুষ স্যুটার ছিলেন। গোলাগুলির আগেই সেখানে পুলিশকে ডাকা হয়। পরবর্তীতে সেখানে গিয়ে পুলিশ ওই বন্দুকধারীকে ধরার জন্য গুলি চালালে এতে সে ঘটনাস্থলেই মারা যান।
কী উদ্দেশ্যে ওই বন্দুকধারী সেখানে আশ্রয় নিয়েছিলেন সে বিষয়ে বিস্তারিত জানতে পুলিশের তদন্তে চলছে। এ ছাড়া, স্থানীয়দের নিরাপত্তায় পুলিশ এ ঘটনার বিস্তারিত কিছু জানায়নি।
সারাবাংলা/ইআ