Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপে পেনাল্টির বিশ্বরেকর্ডে আর্জেন্টিনা

ফিচার ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২২ ১২:৩৪ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২২ ১৩:২২

কাতার বিশ্বকাপ গড়েছে অনেক রেকর্ড। এর মধ্যে বহুল চর্চিত রেকর্ডটি হলো পেনাল্টির বিশ্বরেকর্ড। টিম মেসির জয়ের অন্যতম নিয়ামক ছিল এই পেনাল্টি। কারণ এর আগে কোনো বিশ্বকাপই এক দলের পক্ষে এতো ধারাবাহিক পেনাল্টি দেখেনি। ফাইনাল ম্যাচটাই যেন হয়ে উঠেছিল পেনাল্টি নির্ভর ম্যাচ। প্রথমার্ধে আর্জেন্টিনার একটি পেনাল্টির পর দ্বিতীয়ার্ধে দুটি পেনাল্টি পায় ফ্রান্স। বলাই বাহুল্য তিনটি পেনাল্টি থেকেই গোল করেন দুই দলের সেরা খেলোয়াড় লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে।

বিজ্ঞাপন


বিশ্বকাপের ইতিহাসে এবারই এক টুনার্মেন্টে সর্বোচ্চসংখ্যক ৫টি পেনাল্টি পেয়েছে আর্জেন্টিনা। এই রেকর্ডের নিকটতম প্রতিদ্বন্দী হিসেবে আছে ১৯৭৮ সালের নেদারল্যান্ডস ও ১৯৬৬ সালের পর্তুগাল দলের নাম।

বিশ্বকাপে সর্বোচ্চ পেনাল্টির রেকর্ড

৫টি – আর্জেন্টিনা (২০২২)
৪টি – নেদারল্যান্ডস (১৯৭৮)
৪টি – পর্তুগাল (১৯৬৬)

২০২২ এর কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা ধারাবাহিকভাবে পেনাল্টি পেয়েছে। সৌদি আরবের বিরুদ্ধে প্রথম ম্যাচ থেকে শুরু করে ফ্রান্সের বিরুদ্ধে মহাকাব্যিক ফাইনাল পর্যন্ত মোট সাত ম্যাচে আর্জেন্টিনার পক্ষে যাওয়া পাঁচ পেনাল্টির প্রতিটিই ছিল আলাদা আলাদা ম্যাচে। যা বিশ্বকাপের ইতিহাসে প্রথম। এমনকি কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল আর ফাইনালে একটি করে মোট তিনটি পেনাল্টি গেছে আর্জেন্টিনার পক্ষে।


কোনো একটি দলের মহাগুরুত্বপূর্ণ এই তিন ম্যাচে তিন পেনাল্টি পাওয়ার ঘটনাও এই প্রথম ঘটলো। প্রতিটি ম্যাচেই পেনাল্টি কিক নেন দলের অধিনায়ক লিওনেল মেসি। এর মধ্যে পোল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ছাড়া বাকি চার ম্যাচেই পেনাল্টি থেকে গোল করেছেন তিনি। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার পক্ষে যাওয়া পেনাল্টির রেখাচিত্র অনেকটা এমন-

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার পেনাল্টিগুলো

পেনাল্টি-১ বনাম সৌদি আরব (মেসি গোল করেন)
পেনাল্টি-০ বনাম মেক্সিকো
পেনাল্টি-১ বনাম পোল্যান্ড (মেসি মিস করেন)
পেনাল্টি-০ বনাম অস্ট্রেলিয়া
পেনাল্টি-১ বনাম নেদারল্যান্ডস (মেসি গোল করেন)
পেনাল্টি-১ বনাম ক্রোয়েশিয়া (মেসি গোল করেন)
পেনাল্টি-১ বনাম ফ্রান্স (মেসি গোল করেন)

আশ্চর্যের বিষয় হচ্ছে, কাতার বিশ্বকাপেই আর্জেন্টিনা ছাড়া যে দল দ্বিতীয় সর্বোচ্চ পেনাল্টি পেয়েছে তাদের পেনাল্টি সংখ্যা সাকুল্যে দুটি! এই তালিকায় আছে পোল্যান্ড, পর্তুগাল, ইংল্যান্ড এমনকি ফাইনালে দুই পেনাল্টি পাওয়া ফ্রান্সের নামও। এছাড়া ইকুয়েডর, ইরান, ওয়ালস, জার্মানি, স্পেন, কানাডা, সৌদি আরব, সেনেগাল, ঘানা, ব্রাজিল একটি করে পেনাল্টি পেয়েছে। এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে ১৪টি, রাউন্ড অব সিক্সটিনে ২টি, কোয়ার্টার ফাইনালে ৪টি এবং ফাইনালে ৩টি পেনাল্টি দেওয়া হয়।

বিজ্ঞাপন

এতো এতো পেনাল্টির কথা শুনে প্রশ্ন মনে এসেই যায়, কাতার বিশ্বকাপই কি তবে সামগ্রিক পেনাল্টিতে বিশ্বরেকর্ড গড়ল? বিশ্বকাপে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি আসার পর পেনাল্টির সংখ্যা বেড়েছে ঠিকই, তবে পেনাল্টির সংখ্যায় কাতার বিশ্বকাপ সেরা নয়। সর্বোচ্চসংখ্যক পেনাল্টির রেকর্ড এখনও দখল করে আছে ২০১৮-তে অনুষ্ঠিত রাশিয়া বিশ্বকাপ। সেই বিশ্বকাপে সর্বোচ্চসংখ্যক ২৯টি পেনাল্টি হয়েছিল। আর এবার পেনাল্টি হয়েছে মোটে ২৩ টি।

সর্বোচ্চ পেনাল্টির বিশ্ব আসরগুলো

২৯ পেনাল্টি- রাশিয়া (২০১৮)
২৩ পেনাল্টি- কাতার (২০২২)
১৮ পেনাল্টি- ফ্রান্স (১৯৯৮)
১৮ পেনাল্টি- জাপান/কোরিয়া (২০০২)

সারাবাংলা/এসবিডিই

আর্জেন্টিনা টপ নিউজ পেনাল্টির বিশ্বরেকর্ড বিশ্বকাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর