Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আর্জেন্টিনা দিলো গোল, আনন্দ করতে গিয়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২২ ০৯:১৭ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২২ ১১:০৩

যশোর: যশোরের ঝিকরগাছার কাটাখাল ব্রিজ থেকে পড়ে রাকিব (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বিশ্বকাপ খেলা চলাকালীন আর্জেন্টিনার গোল উদযাপন করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

সোমবার (১৯ ডিসেম্বর) সকালে স্থানীয়রা জানান, রোববার রাতে ঝিকরগাছার কাটাখালে আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যকার ফুটবল খেলা দেখে উল্লাস করতে গিয়ে রাকিবের মৃত্যু হয়েছে। তিনি ঝিকরগাছা পৌর এলাকার ২নং ওয়ার্ডের কৃষ্ণনগর ধোপাপাড়া গ্রামের আসলাম হোসেনের ছেলে।

বিজ্ঞাপন

ঝিকরগাছা থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, টিভিতে ফাইনাল খেলা দেখার জন্য কাটাখাল ব্রিজসংলগ্ন স্থানে গিয়েছিলেন রাকিব। ঠিক সেই সময় আর্জেন্টিনা প্রথম গোল করে। তখন তিনি আনন্দ উল্লাসের মুহূর্তে কাটাখাল ব্রিজের দক্ষিণ পাশে পড়ে যান এবং মাথায় আঘাত পান। তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি ঝিকরগাছা বাজারে স্বপ্নভূমি শপিং সেন্টারে লাবিয়া ফ্যাশনে (গার্মেন্টস দোকান) কর্মরত ছিলেন।

সারাবাংলা/এমও

আর্জেন্টিনা টপ নিউজ যুবকের মৃত্যু

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর