Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপেক্ষার অবসান ২৮ ডিসেম্বর, পরদিন থেকেই মেট্রোরেলে যাত্রী চলাচল

ঝর্ণা রায়, স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২২ ০৮:৪৭ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২২ ১১:১১

ঢাকা: দিনক্ষণ ঠিক, এখন শুধু অপেক্ষার পালা। আগামী ২৮ ডিসেম্বর বাণিজ্যিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে বহু প্রতিক্ষীত মেট্রোরেল। ওইদিন রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সাধারণ যাত্রীদের মেট্রোরেলে উঠতে আরও একদিন অপেক্ষা করতে হবে। পরিকল্পনা অনুযায়ী, উদ্বোধনের পরের দিন থেকে টিকিট কেটে তারা মেট্রোরেলে যাতায়াত করতে পারবেন।

বিজ্ঞাপন

এদিকে প্রধানমন্ত্রীর মেট্রোরেল উদ্বোধনের খবর সামনে আসার পরপরই জোরেশোরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিদিন ট্রেন ট্রায়ালের পাশাপাশি প্ল্যাটফর্মে প্রবেশ-বাহির থেকে শুরু করে সব ধরনের খুঁটিনাটি বিষয়গুলোও পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। আবার কোথাও চলছে শেষ মুহূর্তের শোভাবর্ধন ও রক্ষণের কাজ।

রাজধানীর কয়েকটি স্টেশন ঘুরে দেখা গেছে, উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১১.৭৩ কিলোমিটার মেট্রোরেল লাইনে পড়েছে মোট ৯টি স্টেশন। এগুলোর মধ্যে ৫টির সব ধরনের নির্মাণ কাজ শেষ হয়েছে বেশ আগেই। মেট্রোরেলের শুরুর স্টেশনগুলোতেও কম্পিউটারে নেটওয়ার্ক সংযোগ দেওয়া, ক্যাবলা স্থাপন, সফটওয়্যারে আপডেট দেওয়ার কাজও শেষ। এখন সেগুলো প্রতিদিন পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তবে মিরপুর অংশের কয়েকটি স্টেশনে বিশেষ করে কাজীপাড়া, শেওড়াপাড়া স্টেশনে এখনও কিছু কাজ বাকি। এই দুই স্টেশনে চলছে বাইরে ও ভেতরে প্রবেশ পথের নির্মাণ কাজ।

সংশ্লিষ্ট কর্মীরা জানিয়েছেন, দ্রুত কাজ শেষ করার নির্দেশনা রয়েছে। সেজন্য দিন রাত মিলিয়ে কাজ শেষ করতে হচ্ছে। যদিও শেওড়াপাড়া স্টেশনের চলমান বৈদ্যুতিক সিঁড়ির কাজ এখনও শুরু করতে পারেনি ডিএমটিসিএল। এই স্টেশনে কিছু জটিলতা থাকায় কাজ শেষ করতে বিলম্ব হচ্ছে। তবে উদ্বোধনের আগেই শেষ হয়ে যাবে। স্টেশনগুলো ঘুরে দেখা গেছে উদ্বোধনকে কেন্দ্র করে এক রকম উৎসবমুখর পরিবেশ বিরাজমান।

প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক সারাবাংলাকে বলেন, ‘আমরা সব কাজ প্রায় শেষ করে এনেছি। এখন যা বাকি আছে তা উদ্বোধনের আগেই শেষ করার চেষ্টা চলছে। মেট্রোরেল উদ্বোধন হবে ২৮ ডিসেম্বর। কিন্তু আমরা যাত্রী পরিবহন শুরু করবো ২৯ ডিসেম্বর থেকে। যাত্রীরা স্টেশনে গেলেই সহজেই টিকিট কেটে ট্রেনে ভ্রমণ করতে পারবেন।’

বিজ্ঞাপন

তিনি জানান, অস্থায়ী ও স্থায়ী দুই ধরনের টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে। সেখানে যাদের স্থায়ী টিকিট নিতে চাইবেন তারা সর্বোচ্চ দশ বছর মেয়াদে টিকিট নিতে পারবেন।

রাজধানীর যানজট কমানোর পাশাপাশি দ্রুত যাতায়াতের উদ্দেশ্যে মেট্রোরেল প্রকল্প নেওয়া হয় ২০১২ সালে। এ লক্ষ্যে ২০১৩ সালে জাপান সরকারের প্রতিষ্ঠান জাইকার সঙ্গে ঋনচুক্তি করে সরকার। এরপর সম্ভাব্যতা যাচাই ও নকশা প্রণয়ন শেষে কাজ শুরু হয় ২০১৭ সালে। উড়াল ও পাতাল মিলিয়ে মোট ৬ ধাপে প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে কাজ শুরু হয়। এরমধ্যে এমআরটি লাইন-৬, এমআরটি লাইন-১, এমআরটি লাইন-৫ এ দুই রুট রয়েছে নর্দান ও সাউদার্ন, এমআরটি লাইন-২, এমআরটি লাইন-৪। উত্তরা এলাকার দিয়াবাড়িতে মেট্রোরেল ডিপো নির্মাণের মধ্য দিয়ে শুরু হয় ভৌত অবকাঠামো নির্মাণের কাজ। এমআরটি লাইন-৬ এর আওতায় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল পথের উদ্বোধন হতে যাচ্ছে ২০২২ সালের ডিসেম্বর মাসে।

ডিএমটিসিএল’র প্রতিবেদন অনুযায়ী, উত্তরা-মতিঝিল অংশের অগ্রগতি ৮৫.৭৬ শতাংশ। প্রাথমিক পরিকল্পনায় উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০.১০ কিলোমিটার নির্মাণের কথা ছিলো। পরে সংশোধন করে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত ১.১৬ কিলোমিটার বাড়ানো হয়। এমআরটি লাইন-৬ এর আওতায় এই অংশের কাজ শুরু করতে চলতি বছরের ২৮ নভেম্বর ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে সরকার। আগামী ২০২৫ সালের মধ্যে এই অংশের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল স্থাপনে চলমান এ প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিলো ২১ হাজার ৯৮৫ কোটি টাকা। এরপর কমলাপুর পর্যন্ত যুক্ত হওয়ায় এর ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকায়। এরমধ্যে জাইকা ১৯ হাজার ৭১৯ কোটি টাকা দিচ্ছে আর সরকার নিজস্ব তহবিল থেকে খরচ করবে ১৩ হাজার ৭৫৩ কোটি টাকা।

 

মেট্রোরেল সংক্রান্ত আরও সংবাদ:
মেট্রোরেলের ভাড়া কিলোমিটারে ৫ টাকা 
চট্টগ্রামেও চলবে মেট্রোরেল, হচ্ছে ট্রান্সপোর্ট মাস্টারপ্ল্যান
মেট্রোরেলের যাত্রীদের গন্তব্যে পৌঁছাবে বিআরটিসি’র বাস

মেট্রোরেলে যাত্রী পরিবহন এ মাসেই, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
মেট্রোরেলের টিকিট সংগ্রহ এবং যাতায়াত যেভাবে
মেট্রোরেলে যাতায়াতের নিয়ম জানা যাবে এমইআইসি থেকে 
মেট্রোরেলকে কেন্দ্র করে ব্যবসা-বাণিজ্যের নতুন সম্ভাবনা 
সড়ক থেকে সরছে মেট্রোর নির্মাণসামগ্রী, স্বস্তিতে নগরবাসী
রাত বারোটা পর্যন্ত ১০ মিনিট পর পর চলবে মেট্রোরেল
মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও পথে অগ্রগতি ৯৭.৬০ শতাংশ
যাত্রীদের মেট্রোরেলে চলাচলের ধারণা দিতে ‘মেট্রোগার্ল’ উদ্যোগ 
২০৩০ সালের মধ্যে প্রস্তুত হচ্ছে আরও তিন মেট্রোলাইন
১০০ কিলোমিটার গতিতে ছুটবে বিদ্যুৎচালিত মেট্রোরেল
যানজটে নাকাল নগরীতে মুক্তির আনন্দ দেবে মেট্রোরেল
মেট্রোরেল পরিচালনায় ১ হাজার কোটি টাকা চায় ডিএমটিসিএল
শুরুতে আগারগাঁও পর্যন্ত চলবে মেট্রোরেল, মতিঝিল যাবে এক বছর পর

সারাবাংলা/জেআর/এমও

টপ নিউজ মেট্রোরেল যাত্রী চলাচল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর