Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক নৌকার উপরে উঠল আরেক নৌকা, বেঁচে গেলেন ১১ যাত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২২ ২০:০৭

সিরাজগঞ্জ: জেলার যমুনা নদীর চৌহালী-এনায়েতপুর নৌরুটে ভয়াবহ দুর্ঘটনা ঘটলেও অল্পের জন্য রক্ষা পেলেন ১১ জন নৌকাযাত্রী। রোববার (১৮ ডিসেম্বর) সকালে এনায়েতপুর স্পার বাঁধ থেকে চৌহালী নৌরুটের মাঝামাঝি স্থানে ঘন কুয়াশার মধ্যে এক নৌকার উপর আকের উঠে পড়লে এ ঘটনা ঘটে।

এ সময় চালকসহ অন্য যাত্রীরা দ্রুত সরে যাওয়ায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে মাঝি সাঁতরে নৌকায় ওঠেন।

এনায়েতপুর থানা যুবমহিলা লীগের সভাপতি আজমেরি খাতুন ও চৌহালীর ঘোড়জান চরের শিক্ষক শহিদুল ইসলামসহ একাধিক নৌকার যাত্রী জানান, স্পার বাঁধ ঘাট থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে চৌহালী উপজেলা থেকে সদরের উদ্দেশে রওনা দেয় সিকদারের নৌকা। ঘনকুয়াশার কারণে প্রায় এক ঘণ্টা ঘুরে আবার পূর্বের স্থানেই ফিরে আসে ইঞ্জিনচালিত এই শ্যালো নৌকাটি।

তারা আরও জানান, পরে পুনরায় নৌকাটি ছেড়ে দেয়। এদিকে টাঙ্গাইলের সন্তোষা ঘাট থেকে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় ঘাটের উদ্দেশে ছেড়ে আসা ১১ যাত্রীবাহী নৌকাটি কুয়াশার মধ্যে নদীতে ঘুরতে থাকে। এক পর্যায়ে সিকদারের নৌকাটির সঙ্গে ওই নৌকার সংঘর্ষ হয়। এ সময় ১১ যাত্রীবাহী ছোট নৌকার উপর দিয়ে উঠে যায় সিকদারের নৌকাটি।

নৌকার যাত্রী স্থল ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুস ছালাম বলেন, ‘ঘনকুয়াশার কারণে দুর্ঘটনাকবলিত নৌকা আছড়ে পড়লেও সৌভাগ্যক্রমে সব যাত্রীকেই অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে কুয়াশার সময় ঝুঁকি নেওয়া ঠিক না। আরও সতর্ক অবস্থায় নৌকা চলাচল না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।’

চৌহালী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর-রশিদ জানান, যমুনা নদীর এই গুরুত্বপূর্ন নৌ-রুটকে নিরাপদ ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা ও তদারকি অব্যাহত রয়েছে। এছাড়া থানা ও নৌ পুলিশের নিয়মিত টহল দেওয়া হচ্ছে। তবে কুয়াশার মধ্যে ঝুঁকি নিয়ে নৌকা ভ্রমণকারী ও চালকদের আরও সচেতন হওয়া দরকার।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর