সোমবার রূপরেখা দেবে বিএনপি
স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২২ ১৯:৩৬ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২২ ১৯:৩৯
১৮ ডিসেম্বর ২০২২ ১৯:৩৬ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২২ ১৯:৩৯
ঢাকা: রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ঘোষণা দেবে বিএনপি। সোমবার (১৯ ডিসেম্বর) রাজধানীর হোটেল দ্য ওয়েস্টিনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেবে দলটি।
রোববার (১৮ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসনের প্রেসউইং সদস্য শামসুদ্দিন দিদার জানান, বিএনপির পক্ষে থেকে রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ঘোষণা করা হবে সোমবার। এ আয়োজনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিশিষ্টজন, সিনিয়র সাংবাদিক ও সম্পাদকদের আমন্ত্রণ জানানো হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির রূপরেখায় ২৭টি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যেসব দল একমত হয়ে রাজপথে আন্দোলন করবে, বিএনপি ক্ষমতায় গেলে তাদের নিয়ে জাতীয় সরকার গঠন করবে। সেই সরকার ২৭ দফা বাস্তবায়ন করবে।
সারাবাংলা/এজেড/ইআ