Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁ মুক্ত দিবস পালন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২২ ১৬:১৪

নওগাঁ: আজ ১৮ ডিসেম্বর, নওগাঁ মুক্ত দিবস। একাত্তরের ১৬ ডিসেম্বর ঢাকায় পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জন হয়। ১৬ ডিসেম্বরের আনুষ্ঠানিক বিজয়ের পরও পাকিস্তানি বাহিনীর শক্ত প্রতিরোধের মুখে পড়েন নওগাঁর মুক্তিযোদ্ধারা। বিজয়ের পরদিনও রক্তক্ষয়ী যুদ্ধ হয় নওগাঁয়। অবশেষে ১৮ ডিসেম্বর আত্মসমর্পণ করে প্রায় দুই হাজার পাকিস্তানি সেনা।

বিজ্ঞাপন

রোববার (১৮ ডিসেম্বর) এ উপলক্ষে বেলা ১১টায় কেড়ি সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরে জাতীয় পতাকা, সংগঠনের পতাকা এবং ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফের সেখানে গিয়ে শেষ হয়।

পরে স্কুল মাঠে নারী ফুটবল প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।

এ সময় একুশে পরিষদ নওগাঁর সভাপতি অ্যাডভোকেট ডিএম আব্দুল বারী, গ্রিন ভয়েসের কেন্দ্রীয় সমন্বয়ক আলমগীর কবির, একুশে পরিষদ নওগাঁর সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন লিটনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। নারী ফুটবল প্রতিযোগিতায় নওগাঁ সদর, মহাদেবপুর, বদলগাছি ও ধামইরহাট উপজেলার নারী দল অংশ নেয়।

সারাবাংলা/ইআ

নওগাঁ মুক্ত দিবস

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর