Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোনারগাঁওয়ে ৩৬ হাজার ইয়াবাসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২২ ১৫:৩৮

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে ৩৬ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

রোববার (১৮ ডিসেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর টোলপ্লাজায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- চালক মামুন মিয়া, সুপারভাইজার জুবাইদ ভূঁইয়া ও হেলপার আব্দুল আউয়াল।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা সেতুর টোলপ্লাজায় কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী রিলাক্স কিং নামে যাত্রীবাহী বাসে তল্লাশি করা হয়। এ সময় ওই বাস থেক ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/ইআ

ইয়াবাসহ আটক

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর